Viral Video

পিৎজ়া খেয়ে কম রেটিং দিলেন ক্রেতা, রাগে ডেলিভারি কর্মীকেই মারতে শুরু করলেন দোকানের কর্মী! ভিডিয়ো ভাইরাল

দোকানের রেটিং কমে যাচ্ছে দেখে ডেলিভারি কর্মীকে দোষী সাব্যস্ত করছিলেন সেই দোকানের কর্মী। দোকানের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:০৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোকানের সুনাম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ভেবে ডেলিভারি কর্মীকেই মারধর করতে শুরু করলেন দোকানের কর্মী। দোকানের রেটিং কম রয়েছে দেখে অর্ডার করা কমিয়ে দিতে পারেন ক্রেতারা। তা মেনে নিতে রাজি নন দোকানের কর্মী। পিৎজ়া ডেলিভারি কর্মীকে ‘শাস্তি’ দিতে চড়-থাপ্পড় মারতে থাকেন তিনি। দোকানের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ভলগা টাইমস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পিৎজ়ার দোকানের বাইরে এক তরুণকে বেধড়ক মারছেন অন্য এক ব্যক্তি। এই ঘটনাটি রবিবার হায়দরাবাদের পিৎজ়ার একটি দোকানের সামনে ঘটেছে।

অভিযোগ, দোকানের রেটিং কমে যাচ্ছে দেখে ডেলিভারি কর্মীকে দোষী সাব্যস্ত করছিলেন সেই দোকানের কর্মী। আসলে, অনলাইনে যে ক্রেতারা পিৎজ়া অর্ডার করেন, তাঁদের মধ্যে কেউ কেউ কম রেটিং দিয়েছেন। তার প্রভাব পড়েছে সার্বিক ভাবে। কিন্তু দোকানের কর্মী ভাবছেন, এর নেপথ্যে রয়েছেন ডেলিভারি কর্মী। কিন্তু রেটিং কমা-বাড়ার পিছনে তাঁর করণীয় কিছুই নেই।

Advertisement

ডেলিভারি কর্মীর আরও অভিযোগ, দোকানের অন্য কর্মীরাও তাঁর উদ্দেশে কটূক্তি করছিলেন। অশান্তি ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। দোকানের এক কর্মী তাঁকে মারধর করতে শুরু করেন। আশপাশের লোকজন এসে ঝামেলা মেটানোর চেষ্টা করেন। নিকটবর্তী থানায় দোকানের ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement