Viral Video

কলেজে ‘ভর্তি হতে এল’ মোষ! হইচই পড়ুয়াদের মধ্যে, ভাইরাল ভিডিয়ো নিয়ে মশকরা, উদ্বেগও

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কলেজের ক্লাসে পড়ুয়ারা বসেছিলেন। তখন হঠাৎ করেই একটি মোষ ওই ক্লাসে ঢুকে পড়ে। হইচই পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। তখন এক যুবক দায়িত্ব নিয়ে মোষটিকে ক্লাসের বাইরে টেনে নিয়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

অবলীলায় কলেজের ক্লাসরুমে এসে ঢুকে পড়ল একটি মোষ। এমনই একটি ঘটনার ভিডিয়োয় সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। মজার মজার মন্তব্যের ঝড়ও উঠেছে। নেটাগরিকদের অনেকেই মজা করে লিখেছেন, মোষটি কলেজে ভর্তি হতে এসেছিল। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কলেজের ক্লাসে পড়ুয়ারা বসেছিলেন। হঠাৎ করেই একটি মোষ ওই ক্লাসে ঢুকে পড়ে। হইচই পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। তখন এক যুবক দায়িত্ব নিয়ে মোষটিকে ক্লাসের বাইরে টেনে নিয়ে যান। ঘটনাটি ক্যামেরাবন্দি করতে ছাত্র-ছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে পড়াশোনা ছেড়ে মোষ তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডোয়াবা_এক্স০৮’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যে দু’কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মোষটি জ্ঞান অর্জন করতে কলেজে এসেছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জীবনে পড়াশোনার গুরুত্ব কতটা, মোষটি এত দিনে তা বুঝতে পেরেছে। আর তাই কলেজে ভর্তি হতে এসেছে।’’ তবে পুরো বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, কলেজের প্রবেশপথে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও মোষটি কী ভাবে কলেজের ক্লাসে প্রবেশ করতে সক্ষম হল? এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রাণীটি যদি কাউকে আক্রমণ করে, তা হলে তার দায় কে নেবে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement