ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সবুজে ঘেরা খোলামেলা রেস্তরাঁয় বসেছিলেন অতিথিরা। রেস্তরাঁর এক দিকে টেবিলের উপর থরে থরে সাজানো ছিল বিয়ারের বোতল। ফ্রিজের মধ্যেও মদের বোতলের অভাব নেই। দূর থেকে সেই বোতলগুলির দিকেই নজর পড়েছিল একদল বাঁদরের। তাই মদের বোতল ‘চুরি’ করবে বলে রেস্তরাঁর দিকে দল বেঁধে এগিয়ে গেল তারা।
তার পর চুপি চুপি একটি বোতল বগলদাবা করে সেখান থেকে পালিয়েও গেল বাঁদরের দল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভিজ়িট_লাফর্চুনা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক রেস্তরাঁর পাঁচিলের উপর ঘোরাফেরা করছে তিনটি ক্যাপুচিন প্রজাতির বাঁদর।
রেস্তরাঁর টেবিলের উপর রাখা বিয়ারের বোতলের দিকে নজর তাদের। একটি বাঁদর হাত বাড়িয়ে টেবিল থেকে মদের একটি বোতল তুলে ফেলল। তার পাশে চুপচাপ বসে বন্ধুর ‘চুরি’ সমর্থন করল অন্য একটি বাঁদর।
বিয়ারের বোতল বগলদাবা করে সেখান থেকে চলে গেল বাঁদরের দল। এই ঘটনাটি সম্প্রতি কোস্টা রিকার একটি রেস্তরাঁয় ঘটেছে। ক্যাপুচিন প্রজাতির বাঁদর সাধারণত সাদা মুখের বাঁদর হিসাবে অধিক পরিচিত। এই প্রজাতির বাঁদরগুলি মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকার জঙ্গলে দেখা যায়।