Viral Video

ভারী বৃষ্টিতে ধসে পড়ল মহারাষ্ট্রের শতাব্দীপ্রাচীন দুর্গের দেওয়াল, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গের কাঠামোটি দুর্বল অবস্থায় থাকা সত্ত্বেও প্রত্নতত্ত্ব বিভাগ এই দুর্গ সংরক্ষণের কোনও রকম উদ্যোগ নেয়নি। ভগ্নপ্রায় অবস্থায় থাকা এই দুর্গটি কয়েক শতাব্দী ধরে ঐতিহাসিক তাৎপর্য বহন করে আসছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৬:৩৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু বছর ধরে মাথা উঁচু করে মহারাষ্ট্রের বুকে দাঁড়িয়েছিল শতাব্দীপ্রাচীন বালাপুর দুর্গ। গত দু’দিনের টানা বৃষ্টিতে আর রক্ষা পেল না দুর্গটি। মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো দুর্গের এক দিকের দেওয়াল ভেঙে পড়ে যায় মাটিতে। চারদিকে ভরে যায় ধুলোয়। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাচীন এই দুর্গটি মহারাষ্ট্রের আকোলা জেলায় বালাপুর শহরে অবস্থিত। গত দু’দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে দুর্গের দেওয়ালে ফাটল ধরে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গের কাঠামোটি দুর্বল অবস্থায় থাকা সত্ত্বেও প্রত্নতত্ত্ব বিভাগ এই দুর্গ সংরক্ষণের কোনও রকম উদ্যোগ নেয়নি।

ভগ্নপ্রায় অবস্থায় থাকা এই দুর্গটি কয়েক শতাব্দী ধরে ঐতিহাসিক তাৎপর্য বহন করে আসছে। দুই দিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে দুর্গের এক দিকের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অনেকে সেই ভয়ঙ্কর দৃশ্য তাঁদের ক্যামেরায় বন্দি করেন। দুর্গ ভেঙে যাওয়ার ঘটনায় কোনও হতাহত বা প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Advertisement

ইতিহাসবিদদের দাবি, বালাপুর দুর্গের নির্মাণকাজ শুরু করেছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র মির্জা আজম শাহ এবং ১৭৫৭ সালে ইলিচপুরের নবাব ইসমাইল খান সেই কাজ সম্পন্ন করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement