Viral Video

আন্ডারপাসে বয়ে চলেছে ‘নদী’! ভারী বৃষ্টিতে জমা জলে সাঁতার কাটল বালকের দল, গুরুগ্রামের ভাইরাল ভিডিয়ো

নাগাড়ে ভারী বর্ষণের ফলে গুরুগ্রামের রাজীব চক এলাকার একটি আন্ডারপাসে প্রচুর জল জমে গিয়েছে। যাতায়াতের জন্য সেই পথ ব্যবহার করতে পারছেন না নিত্যযাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিগত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে গুরুগ্রামের অবস্থা বেশ খারাপ। রাস্তাঘাটে জল জমে যাওযার কারণে পুরো শহর যেন থমকে গিয়েছে। স্থানীয়েরা পড়েছেন মহা বিপদে। তবে কথায় রয়েছে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। বৃষ্টির জল জমে যাওয়ার কারণে বেশ ফূর্তিতে রয়েছে বালকের দল।

Advertisement

ভূগর্ভস্থ পথ কোমর পর্যন্ত জলে ডুবে গিয়েছে। নিত্যযাত্রীদের যাতায়াতের জন্য সেই পথ বন্ধ। তবে এই বন্যা পরিস্থিতি আনন্দের ফোয়ারা নিয়ে এসেছে একদল বালকের জীবনে। উপর থেকে লাফিয়ে তারা জলে ঝাঁপ দিচ্ছে। মনের সুখে আন্ডারপাসে সাঁতার কাটছে তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

সংবাদমাধ্যম সূত্রে খবর, নাগাড়ে ভারী বর্ষণের ফলে গুরুগ্রামের রাজীব চক এলাকার একটি আন্ডারপাসে প্রচুর জল জমে গিয়েছে। যাতায়াতের জন্য সেই পথ ব্যবহার করতে পারছেন না নিত্যযাত্রীরা। জলের পরিমাণ এতটাই বেশি যে, একনজরে দেখে মনে হচ্ছে আন্ডারপাসের মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতি দেখে আনন্দ আর ধরছে না বালকের দলের।

Advertisement

আন্ডারপাসে জমে থাকা জলে সাঁতার কাটবে বলে সেখানে লাফিয়ে নামছে তারা। আনন্দে চিৎকার করে উঠছে কেউ কেউ। আন্ডারপাসের এক দিক থেকে অন্য দিকে সাঁতার কেটে মজা করছে বালকেরা। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে নেটাগরিকদের অধিকাংশের মন্তব্য, ‘‘শিশুমন যে কোনও পরিস্থিতিতে আনন্দের রসদ খুঁজে বার করতে পারে। কিন্তু এই বৃষ্টির জল শহরের বাসিন্দাদের যে কী ভয়ানক বিপদে ফেলেছে তা কল্পনাতীত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement