Viral Video

মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ, পাত্তা না দিয়ে টপকে যাচ্ছেন কাতারে কাতারে মানুষ! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মেট্রো আধিকারিকদের মতে, দু’দিক থেকে দু’টি ট্রেন একই সময়ে পৌঁছনোর কারণে যাত্রীদের ঢেউ উপচে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মেট্রো স্টেশনের বাইরে বেরোচ্ছেন কাতারে কাতারে মানুষ। তবে টিকিট ফেলে কেউ বাইরে বেরোচ্ছেন না। রীতিমতো হুল্লোড় করতে করতে ‘এগজ়িট গেট’ টপকে বেরিয়ে আসছেন তাঁরা। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই, নেটাগরিকদের অনেকে ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু দিল্লি মেট্রোর তরফে ঘটনা এবং ভিডিয়োর সত্যতা স্বীকার করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘‘সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন যাত্রী মেট্রোর স্বয়ংক্রিয় গেটের উপর দিয়ে ঝাঁপ দিয়ে বেরোচ্ছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানাতে চায় যে, ঘটনাটি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে ঘটেছে। বেগনি লাইনে জামা মসজিদ মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে বলে রিপোর্ট করা হয়েছে। বেশ কিছু যাত্রী স্বয়ংক্রিয় দরজা টপকে স্টেশন থেকে বেরিয়ে আসেন। নিরাপত্তাকর্মী এবং অন্য মেট্রো কর্মীরা ওই ধরনের যাত্রীদের পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি কখনওই নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বরং, স্বয়ংক্রিয় দরজায় আকস্মিক ভিড়ের কারণে কয়েক জন যাত্রী ওই প্রতিক্রিয়া জানান।’’

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মেট্রো আধিকারিকদের মতে, দু’দিক থেকে দু’টি ট্রেন একই সময়ে পৌঁছনোর কারণে যাত্রীদের ভিড় উপচে পড়ে। এমন সময় একটি গেট কাজ করা বন্ধ করে দেয়। যার ফলে ভিড় আরও বাড়ে। ফলে কর্তৃপক্ষই যাত্রীদের পাশের গেট দিয়ে বার হওয়ার অনুমতি দেন। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়ো দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement