ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ডলফিন দেখতে স্পিডবোটে চেপে মাঝসমুদ্রে ভিড় জমিয়েছিলেন পর্যটকেরা। একের পর এক ডলফিন জল থেকে লাফিয়ে লাফিয়ে সাঁতার কাটছিল। কিন্তু লাফ দেওয়ার সময় বিপদ হল এক ডলফিনের। জলের বদলে সে গিয়ে পড়ল সোজা পর্যটকদের নৌকায়। তার পর ডলফিনটিকে সেই নৌকার যাত্রীরা কোলে তুলে আবার সমুদ্রে ফেলে দিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্য_ওয়াইল্ড_সেভিয়র’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ডলফিন দেখতে মাঝসমুদ্রে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। সমুদ্রে যেখানে ডলফিনের দল লাফিয়ে লাফিয়ে সাঁতার কাটছে, সেখানে স্পিডবোট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পর্যটকেরা।
কিন্তু স্পিডবোটের ভিড়ে সাঁতার কাটতে গিয়ে অসুবিধায় পড়ল একটি ডলফিন। লাফ দেওয়ার পর আর জলে পড়ল না সে। সোজা পর্যটকদের একটি স্পিডবোটে গিয়ে পড়ল ডলফিনটি। নৌকার কয়েক জন যাত্রী তাঁদের ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখতে শুরু করেন। নৌকায় পড়ে ছটফট করতে শুরু করল ডলফিনটি। তার পর সেই স্পিডবোটের যাত্রীরা ডলফিনটিকে কোলে তুলে আবার সমুদ্রে ফেলে দিলেন। নিজের ঠিকানায় ফিরে স্বস্তি পেল ডলফিন।