viral video

লেভেল ক্রসিং পেরোতে গিয়ে রেললাইনে আটকে গেল গাড়ি, মুহূর্তে ট্রেনের ধাক্কায় উড়ে গেল চারচাকা! ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে

লেভেল ক্রসিংয়ের লালবাতি অগ্রাহ্য করে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার ফলে মারাত্মক এক দুর্ঘটনার মুখোমুখি হলেন গাড়িচালক। প্রবল গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় ছোট ভ্যানটি খেলনা গাড়ির মতো দুমড়ে-মুচড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১২:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

লেভেল ক্রসিং পেরোনোর চেষ্টা করছিলেন গাড়িচালক। দুর্ভাগ্যক্রমে দু’দিকের গেট বন্ধ হয়ে যাওয়ার ফলে রেললাইনের মাঝেই আটকে পড়ে ট্রেনটি। লালবাতি অগ্রাহ্য করে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার ফলে মারাত্মক এক দুর্ঘটনার মুখোমুখি হলেন গাড়িচালক। প্রবল গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় ছোট ভ্যানটি খেলনা গাড়ির মতো দুমড়ে-মুচড়ে যায়। সেই ভয়াবহ দুর্ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি পোল্যান্ডের।

Advertisement

সে দেশের ওলা ফিলিপোস্কায় এক গাড়িচালক ছোট সাদা ভ্যানটি নিয়ে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে মাঝামাঝি আটকা পড়ে যান। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্রসিংয়ের লালবাতি উপেক্ষা করেই চালক গাড়ি নিয়ে এগিয়ে আসেন। রেললাইনের উপরে আসার মুহূর্তেই এক দিকের একটি গেট বন্ধ হয়ে যায়। রেললাইন থেকে গাড়িটি পিছিয়ে নেওয়ার চেষ্টা করতেই সে দিকের দু’টি গেট বন্ধ হয়ে যায়। দু’দিকের গেট বন্ধ হয়ে যাওয়ায় মাঝখানে আটকে যায় গাড়িটি। তবে তখনও গাড়িটিকে এ দিক-ও দিক ঘুরিয়ে রেললাইন থেকে সরে আসার চেষ্টা করেন গাড়ির চালক। কিন্তু রেলগেটের পাশে সরে যেতে পারেননি। মাঝপথেই আটকে যায় গাড়িটি।

এমন সময় দ্রুত গতিতে আসা ট্রেনটি লাইনে থাকা গাড়িতে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় গাড়িটির এক পাশ ভেঙে চৌচির হয়ে যায়। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি ছিটকে গিয়ে পাশে চলে আসে। এত দ্রুত ট্রেনটি চলে আসে যে গাড়ির চালক নামার সময়টুকু পাননি। কপালজোরেই তিনি অক্ষত রয়ে যান বলে জানা গিয়েছে। ‘তারাবুল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ২ কোটি ৯০ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে শিউরে উঠেছে নেটপাড়া। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে চালকের অবস্থা সম্পর্কে উদ্বেগও প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement