Viral Video

একটি গোসাপ বনাম ছ’টি কুকুর, চলল তুমুল লড়াই! শেষমেশ কী হল? ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামীণ এলাকায় একটি সরু সেচখালে আটকে পড়েছে একটি বিশাল গোসাপ। তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে ছ’টি কুকুর। তাদের কেউ গোসাপটির লেজ কামড়ে ধরছে আবার কেউ তার শরীরে হামলা চালাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১০:২৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

এক দল কুকুরের পাল্লায় পড়েছে বিশাল এক গোসাপ! সরীসৃপটির উপর নাগাড়ে হামলা চালাচ্ছে তারা। পাল্টা ল়়ড়াই চালাচ্ছে গোসাপটিও। শেষমেশ কী হল? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামীণ এলাকায় একটি সরু সেচখালে আটকে পড়েছে একটি বিশাল গোসাপ। তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে ছ’টি কুকুর। তাদের কেউ গোসাপটির লেজ কামড়ে ধরছে, তো কেউ তার শরীরে হামলা চালাচ্ছে। পাল্টা তাদের দিকে তেড়ে যাচ্ছে সরীসৃপটিও। আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে সে। কুকুরদের আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার পর মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে গোসাপটি। কুকুরের দলকে ভাঁওতা দিয়ে প্রচণ্ড গতিতে দৌড়তে শুরু করে সে। খাল থেকে বেরিয়ে রাস্তা টপকে আর একটি সেচখালে ঝাঁপিয়ে পড়ে। সেই খালে জল থাকায় মুহূর্তে অদৃশ্য হয়ে যায় গোসাপ। মরিয়া হয়ে শিকারকে খুঁজতে থাকে কুকুরের দল। কিন্তু কোনও লাভ হয় না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে, ‘১৪৩_অঙ্কিত_১’ নামে ইনস্টাগ্রাম থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। অসম লড়াইয়ের ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার গোসাপের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয়ঙ্কর ভিডিয়ো। এতগুলো কুকুর না থেকে যদি একটি কুকুর থাকত, তা হলে গোসাপটি মজা দেখাত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement