Viral Video

খুদেকে মাটি থেকে শূন্যে তুলে নিল জিরাফ! খাওয়াতে গিয়ে বিপদে পড়ল বালক, ভাইরাল ভিডিয়ো

চিড়িয়াখানায় বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল সেই বালক। জিরাফকে খাওয়ানোর জন্য গাছের সরু ডাল ধরে রেখেছিল সে। খাঁচা থেকে মুখ বার করে খাওয়াদাওয়া সারছিল জিরাফটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১০:৩৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল এক বালক। খাঁচার বাইরে পাতা নিয়ে দাঁড়িয়ে জিরাফকে খাওয়াচ্ছিল সে। কিন্তু খাওয়াতে গিয়েই ঘটল বিপদ। পাতা খেয়ে গিয়ে বালককে সুদ্ধ শূন্যে তুলে দিল জিরাফটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য পেট কালেক্টিভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বালক গাছের সরু ডাল ধরে রয়েছে। ডালসমেত বালকটিকে মাটি থেকে শূন্যে তুলে ফেলেছে একটি জিরাফ। আসলে, চিড়িয়াখানায় বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল সেই বালক।

জিরাফকে খাওয়ানোর জন্য গাছের সরু ডাল ধরে রেখেছিল সে। খাঁচা থেকে মুখ বার করে খাওয়াদাওয়া সারছিল জিরাফটি। হঠাৎ গাছের ডালটি ধরে উপরে তুলে ধরে সে। গাছের ডাল ধরে শূন্যে উঠে যায় বালকও। সঙ্গে সঙ্গে তাকে নীচে নামানোর চেষ্টা করতে থাকেন তার বাবা-মা। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে এই ভিডিয়োটি পুরনো। আবার নতুন করে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন নেটাগরিকদের অধিকাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement