জঙ্গলে বেড়াতে গিয়ে নরখাদকদের হাতে নুন তুলে দিলেন এক সমাজমাধ্যম প্রভাবী। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে। যেখানে তিনি একটি ‘নরখাদক’ উপজাতির সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেছিলেন বলে দেখা গিয়েছে। ভিডিয়োটি দেখার পর অনেকে এটিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। পাপুয়া ভ্রমণের সময় নৌকায় বসে এক আদিবাসী প্রজাতির মানুষের সঙ্গে আলাপ করার চেষ্টা করতে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
পাপুয়া ভ্রমণের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে আপলোড করেছেন আইরিশ নেটপ্রভাবী দাহ তারা। ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের গভীরে নৌকায় চেপে বেড়াতে বেরিয়েছেন একদল পর্যটক। সেখানে নদীর পারে উদয় হয় একদল উপজাতি। তাঁরা ‘ক্যানিবল ট্রাইব’ নামে পরিচিত। নৌকাটি নদীতীরের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে বেশ কয়েক জন উপজাতির সদস্য তির-ধনুক উঁচিয়ে তাক করতে শুরু করেন। গাইডের পরামর্শ অনুসরণ করে, তালুতে কিছুটা নুন নিয়ে আদিবাসী মানুষের দিকে এগিয়ে দেন তাঁরা। এটির স্বাদ নেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মুখ থেকে থু থু করে ফেলে দেন ওই আদিবাসী। তা দেখে দারা সেখান থেকে দ্রুত পিছিয়ে আসার জন্য গাইডকে অনুরোধ করেন। নৌকার অন্য যাত্রীরাও সরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। দারাকে বলতে শোনা যায়, ‘‘আমি মিথ্যা বলব না, এটা সত্যি ভয়াবহ ও বিপজ্জনক অভিজ্ঞতা ছিল।’’
ভিডিয়োটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর, নেটাগরিকেরা দারার আচরণের তীব্র সমালোচনা করতে শুরু করেন। অনেকেই তাঁকে উপজাতির প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেন। এক জন লেখেন, ‘‘এঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা কি অবৈধ নয়?’’ আবার অন্য এক জন মন্তব্য করেন, ‘‘তাঁদের একা থাকতে দিন।’’