Viral Video

‘বড়দের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি’, পুত্রের কথা শুনে কী বললেন মা? প্রতিক্রিয়ায় হইচই

ভিডিয়োয় দেখা গিয়েছে, অশ্বিন উন্নি নামে ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক যুবক তাঁর মাকে ডেকে বলেন যে, তিনি একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিন লক্ষ টাকার বিনিময়ে। কিন্তু সে কথা বিশ্বাস করতে চাননি তাঁর মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৩:০৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

নীলছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন? আর যাই করুন না কেন, বুকের পাটা না থাকলে নিজের মা-বাবাকে সে কথা বলতে যাবেন না। কিন্তু এ বার সেই অসাধ্যই সাধন করে দেখালেন এক যুবক। পর্নের দুনিয়ায় পা রাখার প্রস্তাব পেয়েছেন বলে জানালেন মাকে। তবে তা শুনে তাঁর মায়ের প্রতিক্রিয়ায় হইচই পড়েছে নেটমাধ্যম জুড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অশ্বিন উন্নি নামে ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক যুবক তাঁর মাকে ডেকে বলেন যে, তিনি একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিন লক্ষ টাকার বিনিময়ে। কিন্তু সে কথা বিশ্বাস করতে চাননি তাঁর মা। এর পর অশ্বিন বলেন, তিনি সত্যিই অভিনয়ের সুযোগ পেয়েছেন। অশ্বিনের মা খুশি হয়ে ছেলেকে অভিনন্দন জানান। আর তার পরেই বোমা ফাটান যুবক। জানান, তিনি আসলে নীলছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এ কথা শুনেই চমকে ওঠেন অশ্বিনের মা। কিছু ক্ষণ থেমে তিনি অশ্বিনকে জিজ্ঞাসা করেন, কোনও সন্তানের তাঁর বাবা-মার কাছে এই ধরনের কথা বলা উচিত কিনা। উত্তরে অশ্বিন হেসে বলেন, ‘‘আমি কিন্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি হইচই ফেলেছে। বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝ়ড় উঠেছে। নেটাগরিকদের একাংশের দাবি, তাঁদের মা-বাবারাও এ কথা শুনলে অশ্বিনের মায়ের মতোই প্রতিক্রিয়া দেবেন। এক জন লিখেছেন, ‘‘আমার মা-বাবা এ কথা শুনলে আমাকে বার করে দিতেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ছেলেটির অবস্থা ভেবে হাসি পাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement