ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শাবক ঘুমে একেবারে কাদা হয়ে রয়েছে। এই সুযোগে আরাম করে খাওয়াদাওয়া সেরে নিচ্ছে মা। কিন্তু খেতে খেতেই হঠাৎ ভয় পেয়ে চমকে উঠল সে। আসলে ঘুমের ঘোরে তার সন্তান হাঁচি দিয়ে উঠেছে। হঠাৎ সেই শব্দ শুনে চমকে গিয়েছে মা পান্ডা। সমাজমাধ্যমে এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পান্ডাব্লিউ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সন্তানের সঙ্গে খাঁচাবন্দি অবস্থায় রয়েছে তার মা। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে পান্ডাশাবক। সেই সুযোগে ধীরেসুস্থে খাওয়া সারছে তার মা। পান্ডাটির মনোযোগ খাবার ঘিরেই। যেন খাবারের স্বাদেই ডুবে গিয়েছে সে।
হঠাৎ তার সন্তান ঘুমের ঘোরে হাঁচি দিয়ে ফেলল। তাতে শাবকের ঘুমের ব্যাঘাত ঘটল না। কিন্তু ভয়ে চমকে উঠল তার মা। নিস্তব্ধ পরিবেশে সে খাওয়াদাওয়া করছিল। হঠাৎ কোথা থেকে এমন শব্দ হল তা প্রথমে বুঝতে পারছিল না পান্ডাটি। তার পর সে বুঝতে পারল যে, এটি তার সন্তানেরই কাণ্ড। কিছু ক্ষণ সন্তানের দিকে চেয়ে বসে রইল সে। অন্য দিকে স্বপ্নের দেশে ডুবে রইল পান্ডার সন্তান।