viral video

সাপের সঙ্গে লড়াই করে সন্তানকে মৃত্যুমুখ থেকে ফেরাল মা! ভিডিয়োয় মন জিতে নিল খুদে প্রাণী

লেজের চাপে দমবন্ধ হয়ে মৃত্যু সময়ের অপেক্ষা। তার পরেই তাকে উদরস্থ করবে সাপটি। সন্তানের এই বিপদ দেখে স্থির থাকতে পারেনি মা কাঠবিড়ালিটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০১
Share:

—প্রতীকী ছবি।

বিপদ যতই বড় হোক না মা সমস্ত বিপদ অগ্রাহ্য করে ঝাঁপিয়ে পড়েন সন্তানকে বাঁচানোর জন্য। একই কথা প্রযোজ্য প্রাণীকূলের ক্ষেত্রেও। বিষাক্ত ও ক্ষমতাধর সাপের কবল থেকে নিজের ছানাকে উদ্ধার করে আনার একটি ভিডিয়ো দেখে তা আরও একবার প্রমাণিত। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে নিজের থেকে কয়েক গুণ শক্তিধর শত্রুকে ভয় না পেয়ে সমানতাল লড়াই চালিয়ে যেতে। সমাজমাধ্যমে পাতায় ছড়িয়ে পড়েছে সেই অসম লড়াইয়ের দৃশ্য। এক ছোবলে কয়েক সেকেন্ডেই প্রাণ বেরিয়ে যেতে পারে একটি কাঠবিড়ালির। তা জেনেও নিজের শাবককে বাঁচাতে লড়াই চালিয়ে গেল মা কাঠবিড়ালিটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে একটি কালো লম্বা সাপের লেজের প্যাঁচে আটকে রয়েছে একটি কাঠবিড়ালির শাবক। শিকারির লেজের চাপে দমবন্ধ হয়ে মৃত্যু সময়ের অপেক্ষা। তার পরেই তাকে উদরস্থ করবে সাপটি। সন্তানের এই বিপদ দেখে স্থির থাকতে পারেনি মা কাঠবিড়ালিটি। বার বার লেজ উঁচিয়ে আক্রমণ শানিয়েছে সাপের দিকে। বার বার কাঠবিড়ালিটি লেজ ফুলিয়ে তেড়ে যাচ্ছে সাপের দিকে। আর সাপটি ছোবল মারার চেষ্টা করলেই পিছিয়ে বা পাশে সরে গিয়ে তা এড়িয়ে যাচ্ছে। সন্তানকে বাঁচাতে গিয়ে সাপের গায়ে প্রবল আক্রোশে দাঁত বসায় মা কাঠবিড়ালিটি। পাল্টা আক্রমণে ঘায়েল হয়ে লেজের প্যাঁচ খুলে যায় সাপটির।

সাপের কবল থেকে মুক্তি পেয়েও নির্জীব হয়ে পড়ে থাকে কাঠবিড়ালির ছানা। তাকে মুখে করে নিরাপদ জায়গায় নিয়ে সরে যায় মা কাঠবিড়ালি। ২৬ সেকেন্ডের ভিডিয়োয় শেষ পর্যন্ত কী হল তা দেখা যায়নি। ভাইরাল হওয়া ভিডিয়োটির কমেন্টে মা কাঠবিড়ালি নেটাগরিকদের হৃদয় জিতে নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement