Viral Video

পরীক্ষক আসবেন শুনে জানলা দিয়ে বইয়ের ‘বৃষ্টি’! ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশি অভিযান, ধোঁয়াশা দূর করলেন কর্তৃপক্ষ

পরীক্ষা চলাকালীন কলেজ পরিদর্শন করতে যাওয়ার সিদ্ধান্ত নেন পরীক্ষকেরা। সেই খবর পেয়ে নাকি জানলা দিয়ে পরীক্ষার্থীরা রাস্তায় বই ছুড়ে ফেলতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কলেজের পরীক্ষার্থীরা মন দিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষকেরা হঠাৎ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে আসছেন শুনে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন তাঁরা। পরীক্ষাকেন্দ্রের বাইরে যে পথচারীরা ছিলেন, তাঁরা হঠাৎ লক্ষ করলেন বইয়ের ‘বৃষ্টি’ হচ্ছে। আসলে, পরীক্ষাকেন্দ্রের জানলা দিয়ে একের পর এক বই জানলা দিয়ে রাস্তায় ছুড়ে ফেলা হচ্ছিল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য সিয়াসত ডেলি’ সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি তেলঙ্গানার হায়দরাবাদের মালাকপেট এলাকার একটি কলেজে ঘটেছে। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজে পরীক্ষা দিচ্ছিলেন পড়ুয়ারা। পরীক্ষা চলাকালীন সেই কলেজ পরিদর্শন করতে যাওয়ার সিদ্ধান্ত নেন পরীক্ষকেরা। সেই খবর পেয়ে নাকি জানলা দিয়ে পরীক্ষার্থীরা রাস্তায় বই ছুড়ে ফেলতে শুরু করেন। সেই ভিডিয়ো নেটপাড়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। একাংশের দাবি, পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষকদের আসার খবর শুনে জানলা দিয়ে বইগুলি ছুড়ে রাস্তায় ফেলে দেন তাঁরা।

পরিস্থিতি দেখে কলেজ ক্যাম্পাসের ভিতর পুলিশ অভিযান চালায়। তবে এই তথ্য ভুয়ো বলে জানায় পুলিশ। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, সে দিন কোনও পরীক্ষক কলেজ পরিদর্শন করতে যাননি। পরীক্ষার্থীরা দোতলায় বসে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন চারতলায় রাখা বইয়ের তাক ভেঙে পড়েছিল। তাক থেকে সেই বইগুলিই জানলা দিয়ে রাস্তায় পড়ছিল। তা দেখে অনেকে ভেবেছেন যে, পরীক্ষার্থীরা বই দেখে টুকে পরীক্ষা দিচ্ছিলেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, কলেজের বদনাম করার জন্য অনেকে এই ভিডিয়ো ছড়িয়ে ভুয়ো খবর রটাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement