ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাগানের মধ্যে ঘোরাফেরা করছিল একটি বিশাল কচ্ছপ। ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাগানের ধারে লাগানো আম গাছের তলায় চলে গেল সে। আম খাওয়ার জন্য যতটা সম্ভব গলা বাড়ানোর চেষ্টা করছে কচ্ছপটি। কিন্তু শত চেষ্টা করেও আর আমের গায়ে কামড় বসাতে পারছে না সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ব্যাকইয়ার্ডগার্ডেন_টর্টো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কচ্ছপ আম গাছের তলায় দাঁড়িয়ে ক্রমাগত আম পাড়ার চেষ্টা করছে। গাছের নীচু ডাল থেকে কয়েকটি আম ঝুলছিল। যে আমটি তুলনামূলক ভাবে কচ্ছপের নাগালের মধ্যে ছিল, সে দিকেই গলা বাড়িয়ে দিল সে।
কামড় দেওয়ার জন্য মুখ হাঁ করে ফেলল কচ্ছপটি। কিন্তু আমের স্বাদ পাওয়া আর ভাগ্যে ছিল না তার। গলা বাড়িয়ে, সামনের পা তুলেও আমের নাগাল পেল না সে। হতাশ হয়ে মুখ নামিয়ে ফেলল কচ্ছপটি। ভিডিয়োটি দেখার পর হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বেচারা কত স্বপ্ন নিয়ে আম পাড়তে গিয়েছিল।’’