Viral Video

ট্রাকে ধাক্কা মারল ট্রেন, রেললাইনের উপর ঘষতে ঘষতে নিয়ে গেল বেশ কয়েক মিটার! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনের সঙ্গে ট্রাকটিও রেললাইনের উপর উঠে যায়। ট্রাকটিকে কয়েক মিটার পর্যন্ত ঘষতে ঘষতে নিয়ে যায় ট্রেনটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১১:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেললাইনের ধারে রাস্তায় দাঁড়িয়েছিল একটি ট্রাক। তবে ট্রাকের কিছু অংশ রেললাইনের উপর ছিল। ঠিক সেই মুহূর্তে রেললাইনের উপর দিয়ে তীব্র বেগে ছুটে আসছিল একটি ট্রেন। হর্ন দিলেও সময়মতো ট্রাকটি সেখান থেকে সরানো যায়নি। চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকের। ট্রেনের গতিবেগ এত বেশি ছিল যে, ধাক্কা লাগার পর ট্রাকটিকে নিয়ে কয়েক মিটার পর্যন্ত এগিয়ে যায় ট্রেনটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আদ্রিয়ান (নিউমেট্রো৯৫_)’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রেললাইন দিয়ে তীব্র বেগে ছুটে যাচ্ছিল একটি ট্রেন। রেললাইনের ধার ঘেঁষে রাস্তায় দাঁড়িয়েছিল একটি ট্রাক। কয়েক সেকেন্ডের মাথায় চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনের সঙ্গে ট্রাকটিও রেললাইনের উপর উঠে যায়। ট্রাকটিকে কয়েক মিটার পর্যন্ত ঘষতে ঘষতে নিয়ে যায় ট্রেনটি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মঙ্গলবার ইন্দোনেশিয়ার সেমারাং তাওয়াং-আলাস্তুয়া লাইনে রাত ১০টা নাগাদ ঘটেছে। ট্রেনটি সেমারাং স্টেশন থেকে সুরাবায়ার উদ্দেশে রওনা দিয়েছিল। গন্তব্যে পৌঁছোনোর সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনার ফলে ট্রাকচালক আহত হননি।

Advertisement

তবে, ট্রাকটি ভেঙেচুরে গিয়েছে। ট্রেনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়। ট্রেনটিও দ্রুততার সঙ্গে সেমারাং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। ট্রেন চলাচল কিছু ক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement