Viral Video

আইটিবিপি জওয়ানদের সঙ্গে অভব্যতা, দেখে নেওয়ার হুমকি! মত্ত মহিলার ভিডিয়োয় হইচই

মহিলা বার বার আইটিবিপি জওয়ানদের বাসের সামনে তাঁর গাড়ি থামিয়ে বাধা সৃষ্টি করছিলেন বলে অভিযোগ। এর পর বাস নামিয়ে নেমে আসেন জওয়ানেরা। মত্ত মহিলাও গাড়ি থেকে নেমে আসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১২:০৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মত্ত অবস্থায় গাড়ি থেকে নেমে আইটিবিপি জওয়ানদের সঙ্গে অভব্যতা, হুমকি। প্রকাশ্য রাস্তায় এক মহিলার এ-হেন কাণ্ডে হইচই পড়ল দিল্লি জুড়ে। সেই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মত্ত ওই মহিলা বার বার আইটিবিপি জওয়ানদের বাসের সামনে তাঁর গাড়ি থামিয়ে বাধার সৃষ্টি করছিলেন। এর পর বাস থামিয়ে নেমে আসেন জওয়ানেরা। মত্ত মহিলাও গাড়ি থেকে নেমে আসেন। মহিলার বিপজ্জনক ভাবে গাড়ি চালানো নিয়ে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। আইটিবিপি জওয়ানদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন মহিলা। তাঁদের হুমকিও দেন বলে অভিযোগ। তবে পুরো বিষয়ে কোনও পুলিশি পদক্ষেপের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার সঠিক সময়ও অজানা।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা রঙের একটি গাড়ি থেকে বেরিয়ে দরজা ধরে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। সামনে বাস থামিয়ে দাঁড়িয়ে আইটিবিপি জওয়ানেরা। এর পর এক জওয়ান ওই মহিলাকে বলেন, ‘‘আপনি সঠিক ভাবে গাড়ি চালাচ্ছেন না। ইচ্ছাকৃত ভাবে সামনে আসছেন। আপনি মত্ত অবস্থায় রয়েছেন। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত।’’ তবে জওয়ানের কথা শুনে পাল্টা তর্ক করতে থাকেন মহিলা। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও নেন। এর পর এক জওয়ান বলেন, ‘‘আপনি মত্ত অবস্থায় আমার সঙ্গে এ ভাবে কথা বলতে পারেন না।’’ দু’পক্ষের বাগ্‌বিতণ্ডার সময় রাস্তায় যানজট বেধে যায়। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োটি বুধবার ‘প্যারামিলিটারি হেল্প-সিএপিএফ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাদরিকদের একাংশ। জওয়ানদের সঙ্গে অভব্যতার অভিযোগে মহিলার শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement