ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তায় স্কুটি চড়ে আসার সময় দিনের বেলা একটি কুকুরকে চোখ রাঙিয়েছিলেন। হাত দেখিয়ে মারার ইশারাও করেছিলেন। কিন্তু ফল হল উল্টো। বন্ধুদের ডেকে এনে রাতের বেলা ওই যুবকের উপর ‘অপমানের বদলা’ নিল কুকুরটি। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ধীর গতিতে স্কুটি চালিয়ে যাচ্ছেন এক যুবক। এমন সময় একটি পথকুকুর ওই যুবকের স্কুটির সামনে চলে আসে। চোখ পাকিয়ে কুকুরটিকে রাস্তা থেকে সরে যেতে বলেন যুবক। হাত তুলে মারার ইশারাও করেন। কুকুরটি সরে গেলে যুবক সেখান থেকে চলে যান। কিন্তু ওই কুকুরটি তার দলবল নিয়ে যুবকের পিছু নেয়। এর পর রাতের অন্ধকারে যুবকের বাড়ির নীচে রাখা স্কুটিতে হামলা চালায় কুকুরের দল। তার স্কুটির আসন দাঁত দিয়ে ছিঁড়ে ফালাফালা করে দেয় তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই জন্য বলে, শুধু শুধু কারও পিছনে লাগতে নেই। যা হয়েছে বেশ হয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কুকুরেরাও কি এ বার বদলা নিতে শুরু করল!’’