ছবি: ইনস্টাগ্রাম।
নদীর ধারে বসে মাছ ধরছিলেন তরুণ। হঠাৎ আগমন হল মৃত্যুদূতের। চুপিসারে এসে তরুণের পিছনে দাঁড়াল সে। আর তাকে দেখে যেন ভয়ে পাথর হয়ে গেলেন সেই তরুণ। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ আপন মনে নদীতে মাছ ধরছেন। গুনগুন করে গাইছেনও। এমন সময় হঠাৎই সেখানে আগমন হয় ভয়ঙ্কর এক সিংহের। চুপি চুপি তরুণের পিছনে এসে দাঁড়ায় সে। তরুণকে দেখতে থাকে। হালকা গর্জনও করে। আর তা শুনে চমকে গিয়ে পিছনে দেখেন তরুণ। সামনে পশুরাজকে দেখে আত্মারাম খাঁচাছা়ড়া হওয়ার জোগাড় হয় তাঁর। পাথরের মূর্তির মতো স্থির হয়ে যান তিনি। অন্য দিকে, সিংহটি চুপ করে দেখতে থাকে তরুণকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘অগিনজেনুইটি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। যুবকটি কি পালাতে সক্ষম হয়েছিলেন? না কি সিংহের শিকার হতে হয়েছে তাঁকে? প্রশ্ন তুলেছেন নেটাগিরকদের একাংশ। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ভিডিয়োটির সত্যতা নিয়েই।