Viral Video

হাসপাতালের শিশু বিভাগে ঘুরছে অগুনতি ইঁদুর, মুখ দিচ্ছে ওষুধ, খাবারে! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর মাথার গোড়ায় খাবার, ওষুধ, জামকাপড় রাখা। আর বিছানার কাছে মেঝেয় ঘুরে বেড়াচ্ছে বহু ইঁদুর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১০:৫৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এক ব্যক্তি। আর তাঁর মাথার কাছে গিজগিজ করছে অনেক ইঁদুর! জিনিসপত্র, খাবার, ওষুধে মুখ দিচ্ছে তারা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্ডলা জেলার একটি হাসপাতালে। প্রতিবেদনে এ-ও দাবি করা হয়েছে, যেখানে ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে সেটি হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগ। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর মাথার কাছে খাবার, ওষুধ, জামকাপড় রাখা। বিছানার কাছে, মেঝেয় ঘুরে বেড়াচ্ছে অজস্র ইঁদুর। ঘরের মধ্যে এ পাশ থেকে ও পাশ দৌড়ে বেড়াচ্ছে তারা। দেখার কেউ নেই। এর পর অনেকগুলি ইঁদুরকে ওই ব্যক্তির মাথার কাছে টেবিলে রাখা জিনিসপত্র নিয়ে টানাটানি করতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায় মধ্যপ্রদেশ জুড়ে। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান হাসপাতালে ভর্তি রোগীদের পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ব্যর্থতা স্বীকার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। হাসপাতালের কর্তা তথা চিকিৎসক প্রবীণ উইকে সংবাদমাধ্যমে জানিয়েছেন, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ নির্দিষ্ট সময় অন্তর হয়। প্রয়োজনে আরও বেশি করে তা করা হবে। জানা গিয়েছে, ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা শিশু চিকিৎসা বিভাগ পরিদর্শন করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। জনস্বাস্থ্য মন্ত্রী সম্পতিয়া উইকে ঘটনাটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও খবর।

Advertisement

উল্লেখ্য, ভাইরাল ভিডিয়োটি ‘আহমদ খাবির’ নামে একটি এক্স হ্যান্ডল শনিবার সকালে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটি দেখে হাসপাতালের স্বাস্থ্যবিধি এবং ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে ক্ষোভপ্রকাশ করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement