Viral Video

জঙ্গলের রাস্তায় রোদ পোহাচ্ছে বাঘের পরিবার, আটকে গেল পর্যটকদের রাস্তা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জিপে চড়ে জঙ্গল সাফারিতে বেরিয়েছেন একদল পর্যটক। হঠাৎই জিপ থামান চালক। কারণ, পথ আটকে শুয়ে রয়েছে একদল বাঘ। জঙ্গলের গাছপালার ফাঁকফোকর দিয়ে আসা রোদ পোহাতে অলস ভাবে শুয়ে রয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:৫৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

জঙ্গলের রাস্তা আটকে রোদ পোহাচ্ছে বাঘের পরিবার। কেউ অলস ভাবে হাই তুলছে। কেউ আবার স্রেফ মটকা মেরে পড়ে রয়েছে। এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন একদল পর্যটক। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোন জঙ্গলে ক্যামেরাবন্দি করা হয়ছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিপে চড়ে জঙ্গল সাফারিতে বেরিয়েছেন একদল পর্যটক। হঠাৎই জিপ থামান চালক। কারণ, পথ আটকে শুয়ে রয়েছে একদল বাঘ। জঙ্গলের গাছপালার ফাঁকফোকর দিয়ে আসা রোদ পোহাতে অলস ভাবে শুয়ে রয়েছে তারা। বাঘিনীর একদম পাশেই রয়েছে তিন শাবক। একটু দূরে শুয়ে বিশ্রাম নিচ্ছে বাঘ। তাদের কেউ কেউ হাই তুলছে আলস্যে, কেউ আবার চুপ করে শুয়ে রয়েছে। একসঙ্গে এতগুলি বাঘকে দেখে মুগ্ধ হয়ে যান পর্যটকেরা। বিরল দৃশ্যের সাক্ষী হন তাঁরা। ভিডিয়োয় এক গাইডকে পর্যটকদের উদ্দেশে এ-ও বলতে শোনা গিয়েছে, ‘‘এর থেকে ভাল দৃশ্য আর কী হতে পারে!’’

সংক্ষিপ্ত সেই ভিডিয়ো ‘ওয়াইল্ডলাইফ_বিউিফুল_এসকে’ হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে বৃহস্পতিবার। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইকের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। এক নেটাগরিক লিখেছেন,‘‘এ রকম কোনও দৃশ্য কোনও দিন দেখব ভাবিনি। সত্যিই সুন্দর।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘খুব সাবধান। শান্ত হয়ে শুয়ে থাকা বাঘ যখন-তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement