—ছবি: সংগৃহীত।
বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল মৃত্যুর বিষাদে। আবার বিয়েবাড়িতে নাচতে নাচতে মৃত্যু। নাচের সময় আচমকা পড়ে গিয়ে মারা গেলেন এক তরুণী। দিদির বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন ২৩ বছর বয়সি তরুণী। মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসর্টে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইনদওরের বাসিন্দা পরিণীতা জৈন। খুড়তুতো দিদির বিয়ের ‘হলদি’র অনুষ্ঠানে নাচতে গিয়ে মঞ্চেই পরিণীতা হঠাৎ পড়ে যান। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই তরুণীর।
শনিবার রাতের গোটা ঘটনার ভিডিয়ো ‘প্রিয়া রাজপুতলাইভ’ নামের এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিয়ার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে সবুজ রঙের লেহঙ্গায় সেজে পরিণীতা মঞ্চে বহুলপরিচিত একটি বলিউডি গানের তালে নাচছিলেন। সেখানেই হঠাৎ করে পড়ে যান তিনি। ২০০ জনেরও বেশি অতিথি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই চিকিৎসক ছিলেন, যাঁরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা পরিণীতাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রাথমিক চিকিৎসায় তিনি সাড়া দেননি। সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন।
পরিণীতা এমবিএতে স্নাতক ছিলেন। তিনি তার বাবা-মায়ের সঙ্গে ইনদওরের দক্ষিণ তুকোগঞ্জে থাকতেন। তাঁর আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিণীতাই প্রথম নন, তাঁর এক ভাইও মাত্র ১২ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার মৃত্যুর পর, রাতে সাধারণভাবে বিয়ে সম্পন্ন হয়। রবিবারের নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয় এবং তাঁর বেশিরভাগ আত্মীয়স্বজন বিদিশায় থাকায়, শেষকৃত্যও সেখানেই সম্পন্ন হয়। কম বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। কখনও জিম করতে গিয়ে, কখনও নাচতে গিয়ে, কখনও আবার কথা বলতে বলতেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে তরুণ-তরুণীদের।