Viral Video

মলদ্বীপে সাঁতার কাটার সময় মোক্ষম কামড় দিল ‘বন্ধু’ হাঙর! সাঁতরে পারে উঠে প্রাণ বাঁচালেন তরুণী

নার্স হাঙরের পরিচিতি তার বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য। ওই প্রজাতির হাঙর সচারচর কাউকে আক্রমণ করে না। তাই হাঙরটিকে ওই ভাবে তরুণীর হাতে কামড়াতে দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১০
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নেটপ্রভাবী তরুণী। সমুদ্রে সাঁতার কাটার সময় ‘বন্ধু’ হাঙরের কামড় খেলেন তিনি! সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মলদ্বীপের ফুলিধু দ্বীপে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

হাঙরের কামড় বসানোর মুহূর্তের ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পর্যটন সংক্রান্ত কন্টেন্ট বানানো ভ্লগার চেল্‌স এবং আন্তোনিও। এঁদের মধ্যে চেল্‌স হাঙরের কামড় খেয়েছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সমুদ্রে সাঁতার কাটছেন জনা তিনেক তরুণী। তাঁদের পাশে সাঁতার কাটছে দু’টি নার্স হাঙর। এমন সময় চেলসের হাত হাঙরের মুখের সামনে যেতেই সেই হাতে মোক্ষম কামড় বসায় একটি হাঙর। গলগল করে রক্ত পড়তে থাকে তাঁর হাত থেকে। সাঁতার ছেড়ে চিকিৎসকের কাছে দৌড়ন তিনি।

নার্স হাঙরের পরিচিতি তার বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য। ওই প্রজাতির হাঙর সচরাচর কাউকে আক্রমণ করে না। তাই হাঙরটিকে ওই ভাবে তরুণীর হাতে কামড়াতে দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। যদিও ওই ঘটনার কারণ ব্যাখ্যা করে ভ্লগারদ্বয় জানিয়েছেন যে, নার্স হাঙর খাবার খাওয়ার সময় খুব জোরে চোয়াল দিয়ে চাপ দেয়। চেলসের হাত খাবার ভেবে ভুল করার কারণে ওই ঘটনা ঘটে থাকতে পারে বলেই মনে করছেন তাঁরা।

Advertisement

উল্লেখ্য, ভিডিয়োয় আহত চেল্‌সের হাতে ব্যান্ডেজ বাঁধার দৃশ্যও দেখানো হয়েছে। ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement