চারদিনের মাথায় প্রেমিকা এবং আরও একজনকে বিয়ে করে গ্রেফতার যুবক

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ২২:১১
Share:

প্রতীকী ছবি।

প্রেমিকা রয়েছে। তবু পরিবারের কথা শুনে চুপচাপ বিয়ে করে নিয়েছিলেন পরিবারের পছন্দের পাত্রীকে। তার ঠিক চারদিনের মাথায় প্রেমিকাকেও বিয়ে করলেন এক যুবক। এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বিহারের মুজফ্ফরপুরের ওই যুবকের নাম জানায়নি পুলিশ। তবে জানিয়েছে, পরিবারের কথায় সে তার প্রথম বিয়েটি করে গত বছর ২৫ এপ্রিল। ঠিক তার চার দিন পরে ২৯ এপ্রিল বিয়ে করেন প্রেমিকাকেও। তার পর থেকে গত এক বছর ধরে দু’টি সম্পর্কই সমান ভাবে বজায় রেখেছেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে প্রথম স্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।

পুলিশকে যুবকের প্রথম স্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পনের টাকা চেয়ে তাঁকে চাপ দিচ্ছিলেন যুবক। বাড়িতে থাকছিলেন না তিনি। সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে স্বামীর দ্বিতীয় স্ত্রীর কথা জানতে পারেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement