Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ এটিকে মোহনবাগান বনাম চেন্নায়িইন এফসি-র ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ০৭:০৩
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ, বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে সমাজবাদী পার্টির সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ ওই কর্মসূচিটি হওয়ার কথা।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

তৃণমূলের বিক্ষোভ

Advertisement

বুধবার বারাণসীতে গঙ্গার ঘাটে মমতাকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামবে তৃণমূল। প্রতি কলেজের গেটে বিক্ষোভ দেখাতে পারেন তৃণমূল ছাত্র পরিষদ।

১০৮ পুরভোটের ফলাফল পরবর্তী বিশ্লেষণ

বুধবার রাজ্যের ১০৮টি পুরসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। ১০২টি পুরসভা দখল করেছে তৃণমূল। ৪টি পুরসভার ফল ত্রিশঙ্কু রয়েছে। ফলে ওই পুরসভাগুলি কে দখল করে সে দিকে নজর থাকবে।

গ্রাফিক- সনৎ সিংহ।

আনিস খান হত্যা-রহস্য

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত জারি রেখেছে বিশেষ তদন্তকারী দল। আবার ওই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতর, বিক্ষোভ, প্রতিবাদ চলছে। আজ নজর থাকবে ওই সবের দিকে।

ইউক্রেনের পরিস্থিতি

ইউক্রেনের পর কি পড়শি দেশ মলডোভায় সেনা অভিযানের পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! যুদ্ধ-পরিস্থিতির আবহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এমন জল্পনা শুরু হয়েছে। ফলে তা যদি সত্যি হয় ওই দেশেও যুদ্ধ শুরু করবে রাশিয়া।

শিক্ষক নিয়োগ মামলা হাই কোর্টে

আজ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলার রায় দিতে পারে কলকাতা হাই কোর্ট। এই মামলায় বুধবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তাদের ডেকে পাঠায় আদালত। তাঁদের জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি।

বাংলা-চণ্ডীগড় রঞ্জি

আজ বাংলা-চণ্ডীগড় রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে। সকাল ৯টা থেকে শুরু হবে প্রথম দিনের ম্যাচ।

আইএসএল

আজ এটিকে মোহনবাগান বনাম চেন্নায়িইন এফসি-র ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন

আজ সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন করতে তাঁর ছেলে বাপ্পা লাহিড়ী কলকাতায় আসবেন। সকাল ৯টা নাগাদ দমদম বিমানবন্দরে তিনি নামবেন। তার পর সেখান থেকে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আউটাম ঘাটে যাবেন বাপ্পা।

রাজ্যের কোভিড পরিস্থিতি

১০০-র নীচে নেমেও ফের রাজ্যে কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। আজ সংক্রমণ কত থাকে সে দিকে নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন