রাজভবনে ১০০ সিসিটিভি, বরাদ্দ প্রায় ৯৫ লক্ষ টাকা

পূর্ত দফতর সূত্রের খবর, নিজস্ব এলাকায় ক্যামেরা বসাতে চেয়ে রাজ্য সরকারের কাছে বছরখানেক আগে আবেদন করেছিল রাজভবন। সাধারণভাবে রাজভবনের নিজস্ব একটি তহবিল রয়েছে। সেখান থেকেই খরচ করা হয়। কিন্তু তার জন্য রাজ্য সরকারের ছাড়পত্র নিতে হয়।

Advertisement

চন্দ্রপ্রভ ভট্টাচার্য

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৩
Share:

রাজভবনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর ছাড়পত্র দিল রাজ্য সরকার।

Advertisement

পূর্ত দফতর সূত্রের খবর, নিজস্ব এলাকায় ক্যামেরা বসাতে চেয়ে রাজ্য সরকারের কাছে বছরখানেক আগে আবেদন করেছিল রাজভবন। সাধারণভাবে রাজভবনের নিজস্ব একটি তহবিল রয়েছে। সেখান থেকেই খরচ করা হয়। কিন্তু তার জন্য রাজ্য সরকারের ছাড়পত্র নিতে হয়। সম্প্রতি নবান্ন এই ছাড়পত্র দিয়েছে। ক্যামেরা বসানোর জন্য আনুমানিক ৯৫ লক্ষ টাকা বরাদ্দও করা হয়েছে। সব ঠিক থাকলে শীঘ্রই ১০০-র বেশি ক্যামেরা বসানোর কাজ শুরু করবে পূর্ত দফতর। রাজ্য প্রশাসন সূত্রের খবর, নিরাপত্তার কারণে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর আর্জি জানিয়েছিল রাজভবন। ২৭ একর জমির উপরে প্রায় ৮৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে রাজভবনের প্রতিটি অংশ ক্যামেরার নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ক্যামেরার ‘লাইভ’ ছবিতে নজর রাখার জন্য পুলিশের নিয়ন্ত্রণে পৃথক একটি কন্ট্রোল-রুম তৈরি হওয়ার কথা আছে। তবে ভবনের ভিতরে ক্যামেরা বসবে কি না, তা নিয়ে নীরব প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন