বিজেপিতে যোগ সরকারি কর্মচারিদের একাংশের

দলে যোগ দেওয়া কর্মীদের প্রতি তাঁর বক্তব্য, ‘‘সংযত হয়ে কাজ করবেন। এমন কিছু করবেন না যাতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। কারণ, আমরাই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৯ ০১:৪৬
Share:

কলকাতা মেডিক্যাল কলেজ, ফিসারিজ, খাদ্য দফতর-সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ কর্মী বুধবার বিজেপিতে যোগ দিলেন। মুকুল রায়ের হাত থেকে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন। মুকুলবাবু বলেন, প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। সে কারণেই দলীয় দফতরের বাইরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে একটি মঞ্চ তৈরি করতে হয়েছে। দলে যোগ দেওয়া কর্মীদের প্রতি তাঁর বক্তব্য, ‘‘সংযত হয়ে কাজ করবেন। এমন কিছু করবেন না যাতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। কারণ, আমরাই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement