Darjeeling Municipality

এ বার হাতছাড়া হওয়ার পথে দার্জিলিং পুরসভা, বিমলপন্থী মোর্চায় যোগ ১৮ কাউন্সিলরের

বিনয় তামাংয়ের নেতৃত্বে থাকা বর্তমান জিটিএ ভেঙে দেওয়ার দাবি তোলেন বিমল গুরুং এবং জিএনএলএফ। তারই মাঝে দার্জিলিং পুরসভায় অনাস্থা এনে বিনয় তামাং এবং শাসক তৃণমূলকে বড় ধাক্কা দিল বিমল গুরুং এবং বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ১৬:২৪
Share:

বিনয় তামাং ও বিমল গুরুং। ফাইল চিত্র।

ভাটপাড়া, নৈহাটি, কাঁচরাপাড়া, হালিশহরের পর এবার দার্জিলিং পুরসভা। শাসক তৃণমূলের দোসর বিনয় তামাংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার হাত থেকে দার্জিলিং হাতছাড়া হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে অনাস্থা প্রস্তাব আনার আগেই হঠাৎ বিমলপন্থী এক মোর্চা নেতাকে আটক করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মোর্চা-কর্মী-সমর্থকরা।

Advertisement

বুধবার পুরসভার ১৮ জন কাউন্সিলর পুরপ্রধান প্রতিভা রাই তামাংয়ের কাছে এক স্মারকলিপি পেশ করেন। সেখানে জানানো হয় যে, তাঁরা বিনয়পন্থী মোর্চার সঙ্গ ত্যাগ করেবিমল গুরুংপন্থী মোর্চায় যোগ দিয়েছেন। কাউন্সিলর নোমান রাইয়ের নেতৃত্বে তাঁরা পুরসভার বর্তমান বোর্ডের প্রতি অনাস্থাও প্রকাশ করেন। পুরপ্রধানকে জানানো হয়,এ দিনই তাঁরা অনাস্থা আনবেন বর্তমান বিনয়পন্থী পুরবোর্ডের বিরুদ্ধে।

দার্জিলিং পুরসভার ৩২ জন কাউন্সিলর। তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের বাকি ৩১ জনই নির্বাচিত হয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি হিসাবে। সেই সময়ে মোর্চা ছিল অবিভক্ত। বিনয় তামাং২০১৭ সালে বিমল গুরুংয়ের সঙ্গ ত্যাগ করেন। এর পর গুরুং পাহাড়ছাড়া হয়ে যান।তখন ৩১ জন মোর্চা কাউন্সিলরই বিনয়-শিবিরে যোগ দেন।

Advertisement

কিন্তু রাজনৈতিক সমীকরণের পরিবর্তন হতে থাকে লোকসভা নির্বাচনের পর থেকেই। লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিপুল ভোটে জয়ের মাধ্যমে পাহাড়ে বিমল গুরুংপন্থী মোর্চার প্রভাব ফের প্রমাণিত হয়। দীর্ঘদিন পর ফের একবার বিমল গুরুং পাহাড়ে তাঁর প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনেন। লোকসভার পর দার্জিলিং বিধানসভার উপনির্বাচনেও বিমল গুরুংপন্থী মোর্চার সমর্থনে বিপুল ভোটে জয়ী হন বিজেপির টিকিটে প্রতিদ্বন্ধিতা করা জিএনএলএফ নেতা নীরজ জিম্বা।

এরপরেই বিনয় তামাংয়ের নেতৃত্বে থাকা বর্তমান জিটিএ ভেঙে দেওয়ার দাবি তোলেন বিমল গুরুং এবং জিএনএলএফ। তারই মাঝে দার্জিলিং পুরসভায় অনাস্থা এনে বিনয় তামাং এবং শাসক তৃণমূলকে বড় ধাক্কা দিল বিমল গুরুং এবং বিজেপি।

এ দিন অনাস্থা প্রস্তাব আনার পরেই পুরসভা ভবনের সামনে থেকে আটক করা হয় বিমলপন্থী মোর্চার বর্তমান মুখপত্র বিপি বজগাইনকে। তাঁকে আটক করার সঙ্গে সঙ্গে উত্তেজনা তৈরি হয় গোটা শহর জুড়েই। জেলা পুলিশ সুপার অমরনাথ তাঁকে আটক করার কথা স্বীকার করলেও, কী কারণে আটক করা হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কি না তা-ও স্পষ্ট করেনি পুলিশ।

আরও পড়ুন: দল বদলে গেরুয়া শিবিরে ৩ বঙ্গ বিধায়ক, রং বদলাল ৪ পুরসভা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement