চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, জখম দুই

চুরির অভিযোগে সালিশি সভা বসানো হয়েছিল তৃণমূলের প্রধানের সামনে। অভিযোগ, ওই সালিশি সভাতেই চোর সন্দেহে মারধর করা হল এক যুবক ও তাঁর বাবাকে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর ফুলমালঞ্চ অঞ্চলের ছোট কলহাজরা গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদতা

বাসন্তী শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০২:১০
Share:

চুরির অভিযোগে সালিশি সভা বসানো হয়েছিল তৃণমূলের প্রধানের সামনে। অভিযোগ, ওই সালিশি সভাতেই চোর সন্দেহে মারধর করা হল এক যুবক ও তাঁর বাবাকে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর ফুলমালঞ্চ অঞ্চলের ছোট কলহাজরা গ্রামে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সইফুদ্দিন মোল্লা নামে ওই যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার ওই এলাকায় ইয়াকুব সরকার নামে এক ব্যক্তির মুদির দোকানে চুরি হয়। সেই চুরির অভিযোগ ওঠে বছর পঁচিশের সইফুদ্দিনের বিরুদ্ধে। তাঁর বাড়িও ওই এলাকায়। এই ঘটনা নিয়ে ফুলমালঞ্চ পঞ্চায়েতের প্রধান আফতাব মোল্লার নেতৃত্বে গ্রামে একটি সালিশি সভা বসানো হয়। সেখানে সইফুদ্দিন ও তাঁর বাবা মহিউদ্দিনের কাছে ২৫ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। অভিযোগ, তাঁরা টাকা দিতে রাজি না হওয়ায় প্রধানের উপস্থিতিতে বাবা ও ছেলেকে বেধড়ক মারধর করে গ্রামের কয়েকজন। গুরুতর জখম সইফুদ্দিন ও তাঁর বাবাকে উদ্ধার করে বাসন্তী হাসপাতালে নিয়ে যান তাঁদের আত্মীয়েরা। তাঁদের সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

সইফুদ্দিন বলেন, ‘‘আমাকে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে। অত টাকা দিতে পারব না বলে প্রধানের নির্দেশে আমাদের মারধর করা হয়।’’ অভিযোগ অস্বীকার করে প্রধান আফতাব মোল্লা জানান, চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল সইফুদ্দিন। এর আগেও তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। গ্রামের কিছু লোকজনই ওদের চুরির মাল, টাকা ফেরত দিতে বলে। ওরা তা দিতে অস্বীকার করলে গ্রামের কেউ কেউ চড় মেরেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন