Migrant Worker Death

বাংলা বলায় খুনের নালিশ

পরিবার ও স্থানীয় সূত্রের খবর, এলাকায় কাজ নেই। কিছু দিন আগেই মোরসেলিমের বাবার দু’টি পা বাদ গিয়েছে দুর্ঘটনায়। এই অবস্থায় সংসারের হাল ধরতে, বাধ্য হয়েই ১৯ ডিসেম্বর স্থানীয় কয়েক জনের সঙ্গে পুণেতে পাথর ভাঙার কাজে গিয়েছিলেন মোরসেলিম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:৪৮
Share:

— প্রতীকী চিত্র।

মহারাষ্ট্রে কাজে গিয়ে বাংলায় কথা বলায় খুন হয়েছেন রাজ্যের এক পরিযায়ী শ্রমিক—এমনই অভিযোগ পরিবারের। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সজনেতলা গ্রামের বাসিন্দা মোরসেলিম সর্দার (২০) পাথর ভাঙার কাজে গিয়েছিলেন পুণেতে। দিন চারেক নিখোঁজ ছিলেন। সঙ্গীরা স্থানীয় থানায় নিখোঁজ-ডায়েরি করেন। সোমবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় মেলে তাঁর দেহ। পরিবারের অভিযোগ, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে মোরসেলিমকে। মৃতের কাকা আমির আলি সর্দারের দাবি, “আমরা জানতে পেরেছি, বাংলায় কথা বলাতেই খুন করা হয়েছে আমাদের ছেলেকে। পুলিশ সত্য উদ্ঘাটন করুক।”

পরিবার ও স্থানীয় সূত্রের খবর, এলাকায় কাজ নেই। কিছু দিন আগেই মোরসেলিমের বাবার দু’টি পা বাদ গিয়েছে দুর্ঘটনায়। এই অবস্থায় সংসারের হাল ধরতে, বাধ্য হয়েই ১৯ ডিসেম্বর স্থানীয় কয়েক জনের সঙ্গে পুণেতে পাথর ভাঙার কাজে গিয়েছিলেন মোরসেলিম। তাঁর মৃত্যু নিয়ে মহারাষ্ট্র পুলিশ কিছু জানায়নি বলে দাবি পরিবারের। জেলা পুলিশ সূত্রে খবর, দেহ ফেরত আনার চেষ্টা শুরু হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতা রাজা গাজি বলেন, “বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে এই অত্যাচার চলছে। আমরা দলের উঁচুতলায় জানিয়েছি।’’ বিজেপির স্থানীয় নেতা সঞ্জয় নায়েক পাল্টা বলেন, ‘‘এই মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে বলে মনে হয়। মহারাষ্ট্রের বিজেপি সরকারকে বদনাম করতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন