কারমাইকেল শিল্ড দেখতে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি

আইএফএ শিল্ড, ডুরান্ডের প্রায় সমবয়সী কারমাইকেল শিল্ড শুরু হচ্ছে আজ, রবিবার থেকে। বসিরহাটের এই ফুটবল প্রতিযোগিতা এ বার শতবর্ষে পা দিল। শনিবার বসিরহাটে সাংবাদিক বৈঠক করে বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস দাবি করেন, কারমাইকেল শিল্ডের উপরের দিকে ইংল্যান্ডের রানির মাথার মুকুট রয়েছে। তাই কলকাতার ব্রিটিশ কাউন্সিল বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০১:০৮
Share:

আইএফএ শিল্ড, ডুরান্ডের প্রায় সমবয়সী কারমাইকেল শিল্ড শুরু হচ্ছে আজ, রবিবার থেকে। বসিরহাটের এই ফুটবল প্রতিযোগিতা এ বার শতবর্ষে পা দিল। শনিবার বসিরহাটে সাংবাদিক বৈঠক করে বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস দাবি করেন, কারমাইকেল শিল্ডের উপরের দিকে ইংল্যান্ডের রানির মাথার মুকুট রয়েছে। তাই কলকাতার ব্রিটিশ কাউন্সিল বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘‘এ বার এই শিল্ডের সেরা চারটি দলের খেলোয়াড় ও প্রশিক্ষকদের ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব রয়েছে। ফাইনালের দিনে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধির মাঠে উপস্থিত থাকার কথা।’’ আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, মহকুমাশাসক শেখর সেন, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসন ও সংস্কৃতি জগতের কয়েক জনের উপস্থিত থাকার কথা। প্রতিযোগিতায় কলকাতার ইউনাইটেড স্পোর্টস, মহমেডান স্পোর্টিংয়ের অনূর্ধ্ব ১৯ দল, এফসিআই ও ভবানীপুর ক্লাব ছাড়াও বসিরহাটের ৯টি দল খেলবে। প্রাথমিক পর্বের খেলাগুলির দেখতে প্রবেশমূল্য লাগবে না। তবে কোয়ার্টার ফাইনাল ৫ টাকার টিকিট কাটতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন