MIM

এমআইএমের সঙ্গে তৃণমূলের পুরনো সম্পর্ক, দাবি আব্বাসের

ভবিষ্যতে এমআইএমের মধ্যে ‘খারাপ কিছু’ দেখলে তাদের পাশ থেকে তিনি সরে যাবেন বলেও এ দিন জানিয়েছেন আব্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অশোকনগর শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ০৩:২৫
Share:

ফাইল চিত্র।

ভোট কাটাকাটি করে এমআইএম বিজেপিরই হাত শক্ত করছে বলে অভিযোগ আছে নানা মহলে। একই কথা বলে বিজেপির সমালোচনা করে তৃণমূল। এ বার হুগলির ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি দাবি করলেন, এমআইএমের সঙ্গে তৃণমূলের ‘সম্পর্ক’ বহু পুরনো।

Advertisement

বৃহস্পতিবার অশোকনগরের গুমায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এসেছিলেন সিদ্দিকি। সেখানে সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ না করে বলেন, ‘‘এমআইএমের সঙ্গে যদি কারও পুরনো সম্পর্ক থাকে, সেটা দিদিমণির। নন্দীগ্রাম পর্বের সময় থেকে দিদিমণির ভাল সম্পর্ক।’’ আব্বাসের কথায়, ‘‘তখন এমআইএম ছিল গণতান্ত্রিক দল! এখন তারা সাম্প্রদায়িক বলে শুনছি। আমি অবশ্য তেমন কিছু দেখিনি। এমআইএমের সাম্প্রদায়িকতা কেউ দেখিয়ে দিলে খুশি হব। তবে আমি বিশ্বাস করি, এটা কেউ দেখাতে পারবেন না।’’

তবে ভবিষ্যতে এমআইএমের মধ্যে ‘খারাপ কিছু’ দেখলে তাদের পাশ থেকে তিনি সরে যাবেন বলেও এ দিন জানিয়েছেন আব্বাস। ফুরফুরা শরিফে গিয়ে ইতিমধ্যে আব্বাসের সঙ্গে দেখা করেছেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ভোটের লড়াইয়ে আব্বাসের পাশে থাকার কথাও জানিয়েছেন। আব্বাস এ দিন বলেন, ‘‘এমআইএম বা মমতা নয়। আমার কাছে আগে দেশ এবং দেশের সংবিধান আগে। পরবর্তীতে কারও খারাপ রিপোর্ট দেখলে তখনই সরে যাব। একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি।’’ নিজেকে সাম্প্রদায়িকতা বিরোধী বলেও এ দিন দাবি করেন আব্বাস। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আব্বাস সিদ্দিকি ধর্মীয় নেতা। তাঁর সম্পর্কে কটূ মন্তব্য করতে পারি না। উনি হাস্য-কৌতুক গল্প শোনাচ্ছেন।’’ আব্বাসের প্রতি জ্যোতিপ্রিয়ের আবেদন, ‘‘আমাদের সকলেরই চরম রাজনৈতিক শত্রু বিজেপি। বিজেপিকে হারানোর লড়াইয়ে উনিও সহযোগিতা করুন। ’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন