শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি, উত্তেজনা ব্যারাকপুরের স্কুলে

স্কুলে ভর্তি নিয়ে উত্তেজনা ছড়াল ব্যারাকপুরে। এমনকী, শিক্ষিকাদের ঘেরাও করে প্রাণনাশের মতো হুমকির গুরুতর অভিযোগ উঠল অভিভাবকদের বিরুদ্ধে। সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর গার্লস স্কুলের ঘটনা। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ১৬:৫২
Share:

—নিজস্ব চিত্র।

স্কুলে ভর্তি নিয়ে উত্তেজনা ছড়াল ব্যারাকপুরে। এমনকী, শিক্ষিকাদের ঘেরাও করে প্রাণনাশের মতো হুমকির গুরুতর অভিযোগ উঠল অভিভাবকদের বিরুদ্ধে। সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর গার্লস স্কুলের ঘটনা। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে।

Advertisement

এ দিন সকালে স্কুলের একাদশে শ্রেণিতে ভর্তি নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিভাবকদের একাংশের অভিযোগ, বেশি নম্বর পাওয়া সত্ত্বেও স্কুলের ছাত্রীদেরই একাদশ শ্রেণিতে ভর্তি নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। সপ্তাহ দু’য়েক ধরে এ নিয়ে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে এ দিন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের এক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, সকালে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, একাদশে যে সংখ্যক আসন আছে তার বেশি ছাত্রী ভর্তি নেওয়া সম্ভব নয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানসূত্র খোঁজা হবে জানান স্কুলের প্রধান শিক্ষিকা ছন্দা দাশগুপ্ত। কিন্তু, তা সত্ত্বেও শান্ত হননি অভিভাবকেরা। স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বেগতিক দেখে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়।

স্কুল কর্তৃপক্ষের দাবি, এর পর গেটে প্রহরারত দারোয়ানের জামাকাপড় ছিঁড়ে দেন অভিভাবকেরা। এর পর গেট খোলা হলে শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। অভিযোগ, পুলিশের সামনেই শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কিন্তু, তা সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। তবে অভিভাবকদের সরিয়ে দেন তারা। এর পর স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন