বকেয়া পিএফের দাবিতে আন্দোলন

সাড়ে তিন কোটি টাকা বকেয়া পিএফের দাবিতে শ্রমিক ইউনিয়নগুলি একজোট হয়ে আন্দোলন শুরু করল শ্যামনগরের ওয়েভারলি চটকলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ০১:৪০
Share:

সাড়ে তিন কোটি টাকা বকেয়া পিএফের দাবিতে শ্রমিক ইউনিয়নগুলি একজোট হয়ে আন্দোলন শুরু করল শ্যামনগরের ওয়েভারলি চটকলে।

Advertisement

গঙ্গার ধারে এই চটকলটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের। বৃটিশরা দেশ ছাড়ার পরে মাড়োয়ারি ব্যবসায়ীরা দীর্ঘ দিন চটকলটি চালিয়েছে। বছর চারেক আগে মালিকানা হস্তান্তর হয়। তারপর থেকেই শ্রমিকদের পিএফের টাকা ঠিকমতো জমা পড়ছিল না। পুজোর সময়ে সরকারি নির্দেশিকার পরে বোনাস মিললেও মালিকপক্ষের দাবি, উৎপাদনে ঘাটতি থাকায় আয় হচ্ছে না লক্ষ্যমাত্রা অনুযায়ী।

শ্রমিকেরা অবশ্য তা মানতে নারাজ। তবে আইএনটিটিইউসি, বিসিএমইউ, আইএনটিইউসি’র মতো সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার যে আন্দোলন শুরু হয়েছে, তাতে শ্রমিকেরা পালা করে আন্দোলন জারি রাখলেও কারখানা বন্ধ করা হবে না।

Advertisement

ঘোষপাড়া রোডের ধারে শ্যামনগরে ওয়েভারলি চটকলে এখন শ্রমিক সংখ্যা প্রায় আড়াই হাজার। গত চার বছরে অবসর নিয়েছেন বহু শ্রমিক। তাঁদেরও কয়েকজন এ দিনের আন্দোলনে সামিল হয়েছিলেন। বিসিএমইউ এর পক্ষ থেকে অজয় দে বলেন, ‘‘কর্তৃপক্ষ পিএফের টাকা কেন জমা করছেন না, তার কোনও সদুত্তরও দিচ্ছেন না। আমরা অপেক্ষা করতে পারি। কিন্তু কত দিন, সেটাও তো জানা দরকার।’’

কারখানার ভাইস প্রেসিডেন্ট রঞ্জন চক্রবর্তী বলেন, ‘‘গত চার বছর ধরে পিএফ নিয়ে যে সমস্যা, সেটা ধীরে ধীরে মিটবে। উৎপাদন যথেষ্ট না হওয়ায় সমস্যা হচ্ছে। তবে কিছু কিছু করে পিএফের টাকা জমা করার ব্যবস্থা হচ্ছে। শ্রমিকদের উৎপাদনে একটু জোর দিতে হবে।’’

শ্রমিক সংগঠনগুলি ইতিমধ্যেই দাবি করেছে, নির্ধারিত সময়ে যতটা উৎপাদন সম্ভব, শ্রমিকরা তা করেন। কর্তৃপক্ষ যাতে আলোচনায় বসেন, সেই আর্জিও জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement