Court Verdict

বালিকাকে ধর্ষণে যাবজ্জীবন কারাবাসের সাজা প্রতিবেশীকে

আদালত সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালে। মেয়েটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে নুর এসে ওই নাবালিকার মুখ ও হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১০:২৪
Share:

—প্রতীকী চিত্র।

১০ বছরের বালিকাকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায়। বৃহস্পতিবার এই সাজা শোনান তিনি। সাজাপ্রাপ্তের নাম নুর মহম্মদ। সে ওই বালিকার প্রতিবেশী। তবে, এই মামলায় গ্রেফতার হওয়ার বছরখানেক পরে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছিল।

আদালত সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালে। মেয়েটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে নুর এসে ওই নাবালিকার মুখ ও হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। জানা গিয়েছে, ওই নাবালিকার মা তাঁর স্বামীকে নিয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসকের কাছে এসেছিলেন। বাড়িতে অসুস্থ ঠাকুরমার কাছে থাকত ওইবালিকা। সেই সুযোগে নুর ওই কাণ্ড ঘটায়।

মা-বাবা ফিরে এলে তাঁদের পুরো ঘটনা জানায় নির্যাতিতা। এর পরে মেয়েকে মা-বাবা বলেন, সে যেন তাঁদের ফিরে আসার কথানুরকে না জানায়। পরের দিন নুর ফের ওই বালিকার বাড়িতে এলে মেয়েটি জানায়, তার মা-বাবা কলকাতা থেকে ফেরেননি। সেই সুযোগেঅভিযুক্ত ফের ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলেননাবালিকার মা-বাবা। খবর পেয়ে স্থানীয়েরা এসে নুরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ‘‘এই মামলায় ছ’জন সাক্ষ্য দিয়েছেন। নাবালিকার মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে ধর্ষণ প্রমাণিত হয়েছে। এর পরেই বিচারক সাজা ঘোষণা করেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন