—প্রতিনিধিত্বমূলক ছবি।
একসঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক প্রবীণ দম্পতিকে। পরে মৃত্যু হয় স্ত্রীর। সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্বামী। তদন্তে পুলিশ জেনেছে, শনিবার সন্ধ্যায় বারুইপুর স্টেশন চত্বরে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই দম্পতি। প্ল্যাটফর্মে অসুস্থ হয়ে পড়লে খবর যায় রেল পুলিশের কাছে। তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই রাতে মৃত্যু হয় স্ত্রীর।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বামীর বয়স সত্তর বছর, স্ত্রীর বয়স পঁয়ষট্টি। ওই ব্যক্তি জানান, তাঁদের বাড়ি ডায়মন্ড হারবারে। পরিবারে আর কেউ নেই। এক সময়ে ফ্যান কারখানায় কাজ করতেন বৃদ্ধ। তবে লকডাউনে সেই কাজটি চলে যায়। তার পর থেকেই শুরু হয় অর্থকষ্ট। অর্থের অভাবে কোনও কোনও দিন খাওয়াও জুটত না। অভাবের তাড়নায় আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে দাবি তাঁর।
শনিবার সকালে ডায়মন্ড হারবার থেকে ট্রেনে বারুইপুরে আসেন ওই দম্পতি। এর পর থেকে বারুইপুর প্ল্যাটফর্মেই ছিলেন সারা দিন। সন্ধ্যায় প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বিষ কিনে আনেন বৃদ্ধ। দু’জনে সেই বিষ খেয়ে নেন। প্ল্যাটফর্মে অসুস্থ হয়ে পড়লে, আশপাশের লোকজন রেল পুলিশকে খবর দেন। তারাই দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে