Habra

টোটোয় সন্তান প্রসব, উলুধ্বনি দিলেন মহিলারা

মুহূর্তে ঘটনা রটে যায় এলাকায়। স্থানীয় অনেক মানুষ জড়ো হন। মহিলারা শাড়ি জোগাড় করে টোটো ঘিরে দেন। সন্তান জন্মের পরে উলুধ্বনি দিয়ে নবজাতককে বরণ করে নেন তাঁরা।

Advertisement

সীমান্ত মৈত্র  

হাবড়া শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ০৮:০৬
Share:

আব্রু: এ ভাবেই ঘিরে দেওয়া হয়েছিল টোটো। ছবি: সুজিত দুয়ারি

হাসপাতালে যাওয়ার পথে টোটোর মধ্যে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাবড়া থানার নতুনহাট কাঁঠালতলা এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার বারণী এলাকার বাসিন্দা মৌমিতা গায়েন এ দিন টোটোয় চেপে যাচ্ছিলেন হাবড়া হাসপাতালে। পথে প্রসবযন্ত্রণা শুরু হয়। কাঁঠালতলা বাজারে টোটো থামিয়ে দেন চালক।

মুহূর্তে ঘটনা রটে যায় এলাকায়। স্থানীয় অনেক মানুষ জড়ো হন। মহিলারা শাড়ি জোগাড় করে টোটো ঘিরে দেন। সন্তান জন্মের পরে উলুধ্বনি দিয়ে নবজাতককে বরণ করে নেন তাঁরা। ভিড়ের মধ্যে থেকে অনেকে সদ্যোজাতের বাবা-মাকে তোয়ালে কিনে দেন। কেউ আশীর্বাদ হিসাবে কিছু টাকাও দেন। পরে ওই টোটোতে ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন দম্পতি।

Advertisement

সন্তান প্রসবের পরে স্থানীয় এক পল্লি চিকিৎসককে ডেকে আনা হয়েছিল। তিনি জানিয়েছেন, মা ও সন্তান সুস্থ আছে।

টোটো চালক শেখ সাইফুল হক বলেন, ‘‘ব্যাপারটা বুঝতে পেরেই টোটো থামিয়ে দিই। লোকজনকে ডাকি। মহিলারা এসে খুবই সহযোগিতা করেছেন। এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরে খুবই আনন্দ হচ্ছে।’’ স্থানীয় বাসিন্দা হরলাল দাসের কথায়, ‘‘মহিলারা এসে কাপড় দিয়ে টোটো ঢেকে দেন। শিশুর মা-বাবা যত আনন্দ পেয়েছেন, আমাদেরও গোটা ঘটনায় কম আনন্দ হয়নি।’’

এলাকার এক মহিলার কথায়, ‘‘বাবা-মাকে বলেছি, ছেলে বড় হলে তাকে জন্মস্থান দেখিয়ে নিয়ে যেও!’’ সময়-সুযোগ পেলে এলাকার লোকজনকে বাড়িতে ডেকে খাওয়ানোর ইচ্ছে আছে বলে জানিয়েছেন সদ্যোজাত শিশুর মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন