Crime Against Women

তরুণীর ছবি বিকৃত করে সমাজমাধ্যমে, গ্রেফতার অভিযুক্ত

তরুণী কর্মসূত্রে এক বোনের সঙ্গে কলকাতায় থাকেন। সেখানে গিয়েও নানা ভাবে তাঁকে উত্যক্ত করা হয় বলে অভিযোগ। তরুণীর বোন দেবাশিসকে সতর্ক করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং  শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ০৮:০০
Share:

—প্রতীকী চিত্র।

এক তরুণীর ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ক্যানিংয়ের মধুখালি থেকে দেবাশিস সর্দার নামে ওই যুবককে ধরা হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দেবাশিস পেশায় কর্পোরেট সংস্থার কর্মী। পরিচিত এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সে। কিন্তু ওই তরুণী রাজি হননি। অভিযোগ, প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে দিনের পর দিন উত্যক্ত করতে শুরু করে যুবক। প্রাণনাশের হুমকিও দেয়। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের ক্ষতি করার হুমকি দেয়।

তরুণী কর্মসূত্রে এক বোনের সঙ্গে কলকাতায় থাকেন। সেখানে গিয়েও নানা ভাবে তাঁকে উত্যক্ত করা হয় বলে অভিযোগ। তরুণীর বোন দেবাশিসকে সতর্ক করেন। প্রয়োজনে পুলিশের কাছে যাবেন বলেন।

Advertisement

অভিযোগ, এরপরেই তরুণীর মাসতুতো বোনের ছবি বিকৃত করে একের পর এক আপত্তিকর ছবি সমাজমাধ্যমে পোস্ট করে দেবাশিস। গ্রামের অন্য এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে গত এক
সপ্তাহ ধরে নানা রকম পোস্ট করতে থাকে।

মঙ্গলবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ করেন দুই তরুণী। তদন্তে নেমে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জেরায় দেবাশিস তরুণীকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে বলেই জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন