উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকায় বাংলাদেশি সন্দেহে গ্রেফতার পুরুষ এবং মহিলারা। —নিজস্ব চিত্র।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) ঘোষণা হতেই বাংলার সীমান্ত এলাকাগুলি দিয়ে বাংলাদেশে পালানোর হিড়িক শুরু হয়েছে। রবিবার আবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার হলেন ৩৮ জন। অভিযোগ, তাঁরা সকলেই অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।
পুলিশ সূত্রে খবর, স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে পুরুষ, মহিলা-সহ ৩৮ জন ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেন। এঁরা সকলেই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকেই কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন।
গত ২৭ তারিখ এসআইআর ঘোষণার পর থেকে সীমান্ত এলাকাগুলিতে ‘অনুপ্রবেশকারীদের’ গ্রেফতারির সংখ্যা বেড়ে গিয়েছে। গত তিন দিনে শুধু স্বরূপনগর সীমান্ত দিয়েই ৯৪ জন অবৈধ ভাবে নিজেদের দেশে ফিরে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়েছেন।
জানা যাচ্ছে, গত ৩১ অক্টোবর বিথারি সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশি গ্রেফতার হন। ১ নভেম্বর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় পাকড়াও হয়েছেন ৪৫ জন। ২ নভেম্বর, রবিবার আবার বিথারি সীমান্তে ধরা পড়েছেন ৩৮ জন। রবিবারই ওই ৩৮ জনকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করছে পুলিশ।