বসিরহাট থেকে ধৃত দুষ্কৃতী চক্রের পাণ্ডা

জাল নোট-সহ আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে বসিরহাটের একটি হোটেলে অভিযান চালিয়ে সিরাজ রিজালিসা নামে বছর পঁয়তাল্লিশের ওই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, তার বাড়ি মুম্বইয়ের মালাড মালনিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০১:৪৯
Share:

জাল নোট-সহ আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে বসিরহাটের একটি হোটেলে অভিযান চালিয়ে সিরাজ রিজালিসা নামে বছর পঁয়তাল্লিশের ওই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, তার বাড়ি মুম্বইয়ের মালাড মালনিতে।

Advertisement

বসিরহাট থানার আইসি গৌতম মিত্র বলেন, ‘‘বড় চক্রের সঙ্গে জড়িত সিরাজের কাছ থেকে পাঁচ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এক মহিলা-সহ দলের বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’’ প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, এই চক্রটি মূলত ট্রেন ও বাড়িতে লুঠপাট চালাত। সিরাজকে শুক্রবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

বসিরহাটের দন্ডীরহাটে ওই দুষ্কৃতীদের একটি ঘাঁটি ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। সম্প্রতি হাড়োয়া ও হাসনাবাদে ওষুধ স্প্রে করে বাড়ির লোকজনকে অসাড় করে বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। যেগুলির সঙ্গে এই চক্রের কোনও যোগ থাকতে আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঠিক কী কারণে তারা মুম্বই থেকে বসিরহাট সীমান্তে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা-ও ভাবাচ্ছে পুলিশকে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ বসিরহাটের একটি হোটেলে সিরাজ টাকা ভাঙাতে যায়। সে সময়ে হোটেল ম্যানেজারের সন্দেহ হয়। খবর পেয়ে বসিরহাট থানার আইসি গৌতম মিত্রের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেল ঘিরে ফেলে। এরপরেই সিরাজকে গ্রেফতার করা হয়। অন্য একটি হোটেলে তিনটি ঘর ভাড়া করে এক মহিলা-সহ ৯ জনের একটি দল ছিল বলে পুলিশ জানতে পেরেছে। সিরাজ ধরা পড়তেই বাকিরা পালায়।

এই ঘটনার পরে হোটেল মালিকদের বলা হয়েছে, পরিচয়পত্র না থাকলে ঘর ভাড়া না দেওয়ার জন্য। বিদেশিদের ক্ষেত্রে পাসপোর্টের নম্বর থানায় জমা দেওয়া আবশ্যক। তা না হলে হোটেল মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন