Guard of Honour

বাড়ি ফিরল লাদাখে মৃত যুবকের দেহ, ‘গার্ড অফ অনার’ সেনার, চোখের জলে শেষ বিদায় জনতার

সেনাবাহিনীতে কাজ করতেন প্রেমকুমার। ক’দিন আগে তিনি কার্গিলে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের গাড়ি খাদে পড়ে যায়। গুরুতর আহত হন গাড়ির চালক। মৃত্যু হয় প্রেমকুমারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কাঁচরাপাড়া শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ১৮:৩৩
Share:

সেনার ‘গার্ড অফ অনার’ প্রেমকুমার চৌধুরীকে। — নিজস্ব চিত্র।

বাড়ি ফিরল লাদাখে মৃত্যু হওয়া সেনা জওয়ান প্রেমকুমার চৌধুরীর দেহ। কয়েক দিন আগে লাদাখে সেনার একটি গাড়ি খাদে পড়ে যায়। সেই গা়ড়িতে ছিলেন প্রেমকুমার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম হন সেনার গাড়িটির চালক। শুক্রবার সকালে প্রেমকুমারের নিথর দেহ উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার সিটি বাজার এলাকায় তাঁর বাড়িতে পৌঁছয়। সেনার তরফ থেকে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

Advertisement

লাদাখ সীমান্তে কর্মরত ছিলেন প্রেমকুমার। গত ১৫ মার্চ কিছু জিনিস আনতে তাঁকে পাঠানো হয়েছিল কার্গিলে। চার দিন তাঁরা কার্গিলেই ছিলেন। ১৯ মার্চ সেই গাড়িতেই ফিরছিলেন প্রেমকুমারেরা। তখন আচমকাই গাড়িটি লাদাখের খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেমকুমারের। তাঁরই দেহ শুক্রবার সকালে ফিরল সিটি বাজারের বাড়িতে। প্রেমকুমারকে শেষ শ্রদ্ধ জানাতে হাজির হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। চোখের জলে সেনা জওয়ানকে শেষ বিদায় দেন এলাকার বিদায়ী সাংসদ অর্জুন সিংহও। এর পর সেনাবাহিনী প্রেমকুমারকে ‘গার্ড অফ অনার’ দেয়।

প্রেমকুমারকে শেষবার দেখতে সিটি বাজার এলাকায় এসেছিলেন বহু মানুষ। প্রত্যেকের চোখেই জল। শেষশ্রদ্ধা জানাতে আসা স্থানীয় বাসিন্দা বিকাশ দে বলেন, ‘‘আমাদের এলাকার মানুষ ছিলেন প্রেমকুমার। তাঁর বীরত্বের কাহিনি এখন লোকমুখে ফিরছে। খুব দ্রুত চলে গেলেন। দেশ তাঁর কাছে চিরঋণী হয়ে থাকবে।’’ একই কথা শোনা গেল বিজেপি সাংসদ অর্জুনের মুখেও। তিনি বলেন, ‘‘লাদাখে দুর্ঘটনা ঘটেছিল সেই খবর পেয়েছিলাম। এ ভাবে বীর প্রেমকুমারকে চলে যেতে হবে ভাবতে পারিনি। তাঁকে শেষশ্রদ্ধা জানিয়ে গেলাম। এই মানুষগুলো সীমান্তে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করছেন বলেই আমরা রোজ রাতে শান্তিতে ঘুমোতে পারি। বিরাট ক্ষতি হয়ে গেল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন