Dog Bite

একই কুকুরের কামড়ে আক্রান্ত ৫০! বাদ যায়নি শিশু, মহিলা এবং বৃদ্ধ, স্বরূপনগরের গ্রামে আতঙ্কের পরিবেশ

এলাকাবাসী জানাচ্ছেন, উপদ্রবের শুরু শনিবার রাত থেকে। গত রাতেই বেশ কয়েক জনকে কামড়েছে একটি কুকুর। সকাল সকাল তাকে বাগে আনতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয় কয়েক জন। কিন্তু তার পরেও বেশ কয়েক জনকে কামড়ায় কুকুরটি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কুকুরের কামড়ে একই গ্রামের ৫০ জনের বেশি জখম। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল থেকে স্বরূপনগরের কাজদহ গ্রামে শুরু হয়েছে কুকুরের আতঙ্ক। শিশু, কিশোর থেকে বৃদ্ধ, অন্তত ৫০ জনকে কামড়েছে একটি কুকুর। কুকুরের কামড়ে জখম সকলকেই সাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও মহিলা, শিশু এবং পুরুষ মিলিয়ে প্রায় ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন ।

এলাকাবাসী জানাচ্ছেন, উপদ্রবের শুরু শনিবার রাত থেকে। গত রাতেই বেশ কয়েক জনকে কামড়েছে একটি কুকুর। সকাল সকাল তাকে বাগে আনতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয় কয়েক জন। কিন্তু তার পরেও বেশ কয়েক জনকে কামড়ায় কুকুরটি। এর পর বাড়ি থেকে হয় লাঠি হাতে নিয়ে বেরোচ্ছেন, নয়তো দলবদ্ধ ভাবে বাইরে পা রাখছেন গ্রামবাসীরা। তার পরেও কুকুরের আক্রমণে জখম হয়েছেন কয়েক জন। বন দফতরে খবর দেওয়া হলেও এখনও কোনও বনকর্মী গ্রামে পৌঁছোননি বলে খবর। তবে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। খাবার দিয়ে কুকুরটিকে শান্ত করার চেষ্টা চলছে।

Advertisement

শারাপুল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সন্ধ্যা মণ্ডল জানান, ইতিমধ্যে কুকুরের কামড়ে আক্রান্ত সংখ্যা ৫০ পার হয়ে গিয়েছে। ১৫ জনের বেশি লোক হাসপাতালে চিকিৎসাধীন। সকলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement