দুর্ঘটনায় মৃত দু’জন, অটোতে আগুন ধরিয়ে দিল জনতা

একাধিক দুর্ঘটনায় বৃহস্পতিবার বসিরহাটে প্রাণ গেল তিন জনের। জখম হয়েছেন দু’জন। দু’টি অটোতে আগুন ধরিয়ে দেয় জনতা। মারধর করা হয়েছে চালকদের। বিএসএফের ট্রাকের ধাক্কায় দু’টি দোকানের ক্ষতি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৬
Share:

একাধিক দুর্ঘটনায় বৃহস্পতিবার বসিরহাটে প্রাণ গেল তিন জনের। জখম হয়েছেন দু’জন। দু’টি অটোতে আগুন ধরিয়ে দেয় জনতা। মারধর করা হয়েছে চালকদের। বিএসএফের ট্রাকের ধাক্কায় দু’টি দোকানের ক্ষতি হয়েছে।

Advertisement

এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ হাড়োয়া-নাসিরহাটি রাস্তায় একটি যাত্রী-বোঝাই অটো আসছিল। হাড়োয়ার রাস্তায় চারাবাড়ি এলাকায় দ্রুত গতিতে আসা ওই অটোটি সামনে হঠাৎ সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অটোর যাত্রী, হাড়োয়ার ঝাঁজাগ্রামের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল (৫০) এবং বসিরহাটের খোলাপোতার বাসিন্দা শঙ্খজিত বৈদ্য (১২) মারা যান। গুরুতর আহত শঙ্খজিতের মাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে ক্ষুব্ধ জনতা অতিরিক্ত জোরে গাড়ি চালানোর অভিযোগে দু’টি অটোতে আগুন ধরিয়ে দেয়। চালকদের মারধর করা হয়। যে অটোতে শঙ্খজিতরা ছিল, সেটিতেও আগুন ধরানো হয়। পুলিশ গিয়ে কোনও রকমে পরিস্থিতি সামাল দেয়। তবে চালকেরা পলাতক।

অন্য একটি ঘটনায়, এ দিনই সকাল ৭টা নাগাদ ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ইটভাটা শ্রমিকের। তার জেরে উত্তেজনা ছড়ায় মিনাখাঁ থানার নেরুলি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম নিমাই মণ্ডল (৪২)। বাড়ি স্থানীয় ঘোলাঘাটা গ্রামে। দেহ উদ্ধার করে পুলিশ ময়না-তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।

Advertisement

এ দিকে, ট্রাকটি ধরে ফেলে জনতা। চালককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে ভেবিয়া এবং মালঞ্চ রাস্তা প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। পুলিশ তাদের বুঝিয়ে ফের যান চলাচল স্বাভাবিক করে।

অন্য দিকে, এ দিনই দুপুরে বিএসএফের একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি দোকানে ধাক্কা মারে। বসিরহাটের রাহারহাটি মোড়ে এই ঘটনায় একটি দোকান গুঁড়িয়ে গিয়েছে। অন্যটির সাটারের ক্ষতি হয়েছে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বেলেধান্যকুড়িয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে মুল্লুক। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বসিরহাট হাসপাতালে ভর্তি করায়।

বিএসএফের গাড়ির চালক পলাতক। এ দিকে, ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসিরহাট থানার আইসি বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মদ্যপ অবস্থায় ছিলেন চালক। গাড়িটি টাকি রাস্তা থেকে বেশ কিছুটা নেমে এসে পর পর দু’টি দোকানে ধাক্কা মারে। সেখানে দাঁড়িয়ে লাড্ডু খাচ্ছিলেন দিনমজুর রফিকুল। জখম হন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement