ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে মনোনয়নে ‘বাধাদান’

খবর পেয়ে বনগাঁর বিডিও সঞ্জয়কুমার গুছাইত ঘটনাস্থলে পৌঁছন। তিনি জানান, বীণা সঠিক সময়ে ঢুকেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁর মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০২:২৬
Share:

নির্দিষ্ট সময়ের আগেই মনোনয়নপত্র জমা দিতে বিডিও অফিসে ঢুকেছিলেন বলে দাবি, বনগাঁ পঞ্চায়েত সমিতির ৫ নম্বর আসনের ফরওয়ার্ড ব্লক প্রার্থী বীণা ব্যাপারীর। কিন্তু অভিযোগ, বিডিও অফিসে থাকা কিছু লোকজন মনোনয়নপত্র জমা দিতে তাঁকে বাধা দেন। তাঁদের দাবি, বীণা নির্দিষ্ট সময়ের পরে এসেছেন। সরকারি নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের আগেই প্রার্থীকে বিডিও অফিসে গিয়ে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) কাটতে হবে। ফরওয়ার্ড ব্লক সূত্রে জানানো হয়েছে, বীণা ৩টে বাজার আগেই ঢুকেছিলেন। কিন্তু তখন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ, তাঁকে নিগ্রহ করা হয়। অভিযোগ, সরকারি কর্মীরাই তাঁকে ধাক্কাধাক্কি করেন অফিসের মধ্যে। খবর পেয়ে বনগাঁর বিডিও সঞ্জয়কুমার গুছাইত ঘটনাস্থলে পৌঁছন। তিনি জানান, বীণা সঠিক সময়ে ঢুকেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁর মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

Advertisement

কিন্তু শেষমেশ বীণার মনোনয়নপত্র জমা পড়েনি। কারণ, ফব নেতা মৃত্যুঞ্জয় চক্রবতীর অভিযোগ, ‘‘বিডিও ঘর থেকে চলে যাওয়ার পরে বীণার প্রস্তাবক ও সমর্থককে কিছু লোক চ্যাঙদোলা করে বিডিও অফিসের বাইরে নিয়ে বাইকে করে চলে যান। ফলে বীণার মনোনয়নপত্র জমা দিতে পারেননি।’’ যদিও বীণার তরফে বিডিও বা পুলিশের কাছে রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করা হয়নি। বীণার দাবি, ‘‘ওই লোকজন শাসক দলের মদতপুষ্ট।’’ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement