যশোর রোড নিয়ে বৈঠক বিজেপির

সম্প্রতি যশোর রোড বা ৩৫ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে উদ্যোগী হয়েছে রাজ্য। জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠকও হয়ে গিয়েছে। বারাসত থেকে বনগাঁ পর্যন্ত পাঁচটি উড়ালপুল তৈরিরও সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ০০:২৯
Share:

সম্প্রতি যশোর রোড বা ৩৫ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে উদ্যোগী হয়েছে রাজ্য। জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠকও হয়ে গিয়েছে। বারাসত থেকে বনগাঁ পর্যন্ত পাঁচটি উড়ালপুল তৈরিরও সিদ্ধান্ত হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার হাবরায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের উত্তর ২৪ পরগনা জেলার পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে যশোর রোড সম্প্রসারণ নিয়ে দলীয় পদক্ষেপ কী হতে চলেছে, তা আলোচনা হয়। যশোর রোড সম্প্রসারণ যে জরুরি, মনে করছেন বিজেপি নেতৃত্ব। দলের জেলা সহ সভাপতি বিপ্লব হালদার বলেন, ‘‘আমরা উন্নয়নের পক্ষে। রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন, আমরা যেন যশোর রোড সম্প্রসারণের কাজে সহযোগিতা করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement