Devdas Mondal

বিশ্বজিতের ‘হুমকি’, প্রাণহানির আশঙ্কা প্রকাশ দেবদাসের

দেবদাসের প্রাণহানির আশঙ্কা নিয়ে বিশ্বজিতের দাবি, ‘‘বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দল আছে। দিন কয়েক আগে বাগদায় বিজেপির দু’টি গোষ্ঠীর লোকজনের মধ্যে মারপিট হয়েছিল। এ সব কারণেই দেবদাস আশঙ্কায় ভুগছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

বনগাঁ শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ০৯:০৫
Share:

দেবদাস মণ্ডল। —নিজস্ব চিত্র।

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের ‘হুমকি’তে নিজের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বিশ্বজিতের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই ওই আশঙ্কায় ভুগছেন দেবদাস।

Advertisement

মঙ্গলবার বনগাঁয় সাংবাদিক বৈঠক করে দেবদাস বলেন, ‘‘বিশ্বজিৎ আমাকে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছেন। এর আগেও তিনি হুমকি দিয়েছিলেন। এর ফলে আমি এবং আমার পরিবারের সদস্যেরা প্রাণহানির আশঙ্কা করছি। এরপর যদি কোনও দুর্ঘটনা বা অঘটন ঘটে, তা হলে দায়ী থাকবেন বিশ্বজিৎ।’’

এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও বনগাঁয় দুই শিবিরের নেতারা পরস্পরের বিরুদ্ধে ‘হুঁশিয়ারি’ এবং ‘হুমকি’ দিয়েই চলেছেন বলে অভিযোগ। সোমবার বনগাঁ শহরে তৃণমূলের ‘সংহতি যাত্রা’র পরে বাটার মোড়ে সভা করা হয়। ওই সভায় বিশ্বজিৎ বলেন, ‘‘পাঁচ মাসের মধ্যে ওঁর (দেবদাস) মেয়াদ শেষ হওয়ার দিন (এক্সপায়ারি ডেট) দেখতে পাচ্ছি। তারপর আর ওঁকে বনগাঁয় দেখতে পাবেন না। ‘‘(দেবদাস) যত দূর হাত যায়, চুলকান। আগামী দিনে কোনও অঘটন ঘটলে তৃণমূল দায়ী থাকবে না।’’

Advertisement

বিশ্বজিতের ওই ‘হুমকি’র পরেই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ওই আশঙ্কা প্রকাশ করেন দেবদাস। তিনি বলেন, ‘‘আমি কোনও ওষুধ বা খাদ্যদ্রব্য নই যে মেয়াদ শেষ হওয়ার দিন (এক্সপায়ারি ডেট) নির্দিষ্ট থাকবে। সেই দিন ভগবানের থাকে থাকে। তা আমার যেমন আছে, ওঁরও আছে।’’

দেবদাসের প্রাণহানির আশঙ্কা নিয়ে বিশ্বজিতের দাবি, ‘‘বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দল আছে। দিন কয়েক আগে বাগদায় বিজেপির দু’টি গোষ্ঠীর লোকজনের মধ্যে মারপিট হয়েছিল। এ সব কারণেই দেবদাস আশঙ্কায় ভুগছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন