সন্দেশখালি থানায় বিজেপির বিক্ষোভ

তৃণমূল নেতা খুনের বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসাচ্ছে পুলিশ। এই অভিযোগে সোমবার দুপুরে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। ছিলেন দলের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক সমীরণ সাহা, জেলা সভাপতি বিকাশ সিংহ, সন্দেশখালি মণ্ডল সভাপতি বিপ্লব দাস প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০২:২৮
Share:

বিক্ষোভ: থানার সামনে বিজেপি সমর্থকেরা। নিজস্ব চিত্র

তৃণমূল নেতা খুনের বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসাচ্ছে পুলিশ। এই অভিযোগে সোমবার দুপুরে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। ছিলেন দলের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক সমীরণ সাহা, জেলা সভাপতি বিকাশ সিংহ, সন্দেশখালি মণ্ডল সভাপতি বিপ্লব দাস প্রমুখ।

Advertisement

দিন কয়েক আগে সন্দেশখালির মণিপুর পঞ্চায়েতের জয়গোপালপুরের বাসিন্দা, প্রাথমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা অরবিন্দবাবু দলীয় বৈঠক সেরে ফেরার পথে বাড়ির কাছেই খুন হন। ওই ঘটনায় বিজেপি এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা জড়়িত বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতারা। তদন্তে নেমে স্থানীয় বিজেপি নেতা সুশান্ত মাইথি এবং স্বপন দাসকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে ‘সুপারি কিলার’ বনকুমার দাসকে মাদক-সহ গ্রেফতার করা হয়। তার পর তৃণমূলের দ্বন্দ্বের জেরেই ওই খুন দাবি করে পথে নামল বিজেপি।

এ দিনের বিক্ষোভ সমাবেশে বিজেপির জেলা সভাপতি বিকাশবাবু দাবি করেন, ‘‘তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘাটতে অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। বিজেপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’’ পুলিশের দাবি, সব দিক দেখেই তদন্ত হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন