BJP

Khalek Biswas: দলের কাজকর্ম নিয়ে ক্ষোভ, পদত্যাগ করলেন বিজেপি-র বনগাঁ সংখ্যালঘু মোর্চার সভাপতি

গত বিধানসভা নির্বাচনের আগেই তাঁকে বনগাঁয় সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি পদের দায়িত্ব দেন দলীয় নেতৃত্ব।

Advertisement
বনগাঁ শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ২২:২১
Share:

খালেক বিশ্বাস

তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উস্কে বনগাঁ বিজেপি-র সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন খালেক বিশ্বাস। বিজেপি-র সাম্প্রতিক কিছু কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানালেন তিনি।

Advertisement

রবিবার ওই ইস্তফাপত্র জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন খালেক। গত বিধানসভা নির্বাচনের আগেই তাঁকে বনগাঁয় সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি পদের দায়িত্ব দেন দলীয় নেতৃত্ব। ভোটে ভরাডুবির পর এ বার ওই পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বলেন, পদ দেওয়া হলেও দলে জায়গা পাননি তিনি। বিজেপি ছেড়ে অন্য কোনও দলে যাবেন কি না, সে বিষয়ে বলতে গিয়ে খালেক বলেন, ‘‘আমরা রাজনৈতিক মানুষ। রাজনীতি করব। কোনও সম্মানজনক জায়গা পেলে ভেবে দেখব। তবে এখনও কিছু ভাবিনি।’’

খালেকের জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা এবং তৃণমূলের ফিরে আসার জল্পনা প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সমন্বয়ক গোপাল শেঠ বলেন, ‘‘এটা নতুন কিছু নয়। সারা রাজ্য জুড়েই বিজেপি-তে আর কেউ থাকতে চাইছে না। কিছু লোক নিজেদের স্বার্থে বিজেপি-তে গিয়ে ছিলেন। এখন তাঁরা বুঝতে পারছেন, বিজেপি আর এ রাজ্যে ক্ষমতায় আসবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন