Unnatural Deaths

ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির দেহ

পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন দু’জনে। ঋণের দায়ে এমন সিদ্ধান্ত বলেও পুলিশের অনুমান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৬:৩৭
Share:

— প্রতীকী চিত্র।

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক দম্পতির দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডেরমোল্লারগেট ২০ ফুট এলাকায়। ওই এলাকার একটি বহুতলের ফ্ল্যাটের বাসিন্দা ছিলেন তন্ময় দে (৫৪) ও রুমা রক্ষিত দে (৪৮) নামে ওই দম্পতি। শনিবার সকাল থেকে তাঁরা দরজা না খোলায় ওই আবাসনের বাসিন্দারা পুলিশে খবর দেন। জিঞ্জিরাবাজার তদন্তকেন্দ্রের পুলিশ পৌঁছে ঘর থেকে স্বামী ও স্ত্রীকে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন দু’জনে। ঋণের দায়ে এমন সিদ্ধান্ত বলেও পুলিশের অনুমান।

স্থানীয় সূত্রের খবর, প্রায় পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন তন্ময় ও রুমা।ওই ফ্ল্যাটের মালিক অমিত কুমার জানান, দু’জনেই কাজে যেতেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও দিন ঝগড়া হতে দেখেননি প্রতিবেশীরা। শনিবার তাঁদের দেহ উদ্ধারের ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দারাও হতবাক হয়ে পড়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন